ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ইটবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিয়ষটি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব।
তিনি জানান, রোববার (৩ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয় জনতা আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।