মোঃ নাজমুল হাসান, উপজেলা প্রতিনিধি (ফুলবাড়ী, কুড়িগ্রাম)
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২.০০ ঘটিকায় (ইং- ০৪/০৩/২০২৪ তারিখ) উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহম্মেদ। উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোকসজ্জা, চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃতি, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুলবাড়ী বাজার মনিটরিং সহ রাস্তাঘাটের যানযট নিরসনে কার্যকরী ভূমিকা পালনে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহম্মেদ সর্বাতক ভাবে সক্রিয় মর্মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ। ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইউনুস আলী আনন্দ, সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক জাকারিয়া মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।