মোঃ নাজমুল হাসান
কঠুর দুখের সঙ্গী যারা, আমি কাদি তার লাগি
কে কি কহিল মোড়ে, ভাবিনা তা একবারো মনে।
মুখে সবাই নীতি কথা বলতে পারে, কাজের বেলায়
নাক ছিটকায় আড়ালে।
আমি গরীব পিতার সাথে, তার ঘাম ঝড়া গায়ে
মাটির পিরিতে বসে খাই পান্তা ভাত
তুবু সুখি আমি, নেই তো কোন তাদের মত হা-হুতাশ।
তোমরা যারা তাদের ঘামের গন্ধে নাক ছিটাকাও
আমি তাদের নিয়ে করি গলাগলি,
পাই যেন তাহাতে বসন্তের আগমনি বাতাস।
আ-হা কি যে প্রশান্তি……