শরীয়তপুর-চাঁদপুট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ড্রেজিংয়ের পাইপ সরিয়ে নেওয়ার ফলে ৪ ঘণ্টা ৪০ মিনিট পর এ নৌরুটে ফেরি চালু হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ ) সকাল ৭টা ৪০ মিনিট থেকে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়।
এর আগে বুধবার (৬ মার্চ) রাত ৩টা থেকে এ রুটে ফেরি বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন কালবেলাকে জানান, শরীয়তপুর লক্ষ্মীর চরের মুখে ড্রেজিংয়ের পাইপ এলোমেলো করে রাখা ছিল। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।