মোঃ জমির হোসেন,স্টাফ রিপোর্টার:
“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্যে যশোরের শার্শায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ মার্চ) সকাল ১১ টায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিকতা আজিজুল হক, ইনামুল হক, শাহিদুল ইসলাম শাহিন, আয়ুব হোসেন, ওসমান গনি সহ প্রমূখ। র্যলিতে অংশ নেন যে সকল সাংবাদিকবৃন্দ বেনাপোল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক, প্রতিদিনের কথার আনিছুর রহমান, এখন টিভির আবুল হোসেন, সমকালের সাজেদুর রহমান, আমার সংবাদের সাহিদুল ইসলাম শাহীন, যায় যায় দিনের জিএম আশরাফ, দৈনিক ভোরের ডাক আশানুর রহমান আশা,লোকসমাজের আজিজুল ইসলাম, প্রতিদিনের সংবাদ মনির হোসেন, এসএ টিভির প্রতিনিধি শেখ নাসির উদ্দিন, দৈনিক রানারের আরিফুজ্জামান আরিফ, আনন্দ টিভির প্রতিনিধি মোঃ আইয়ুব হোসেন পক্ষী,গ্লোবাল টিভির রাসেল ইসলাম, গ্রামের কন্ঠ প্রত্রিকার জাহিদ হাসান, নাগরিক টিভির ওসমান গনি, এশিয়ান টিভির সেলিম আহম্মেদ,রুপান্তর প্রতিদিনের শাহনেওয়াজ স্বপন, আলোকিত সকালের মাসুদ শেখ, বাংলাদেশ সমাচারের ইকরামুল হোসেন, দৈনিক স্পন্দনের ফটো সাংবাদিক শাহাবুদ্দিন, দৈনিক সকালের সময় পত্রিকার সুমন হোসাইন,দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সাইবুর রহমান সুমন, দৈনিক ঢাকার ডাক মোঃ জমির হোসেন,দৈনিক দেশ প্রতিদিন মারুফ হোসেন, আলোকিত সকালের কুরবান আলী, দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপণ, কলকাতা টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল, দৈনিক অনির্বাণের তামিম হোসেন সবুজ, বাংলা টিভির আরিফুল ইসলাম সেন্টু, আমাদের অর্থনীতি শেখ মঈনুদ্দীন, দৈনিক গ্রামের কণ্ঠ মোঃ আসাদুর রহমান আসাদ, জাতীয় অর্থনীতির স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম, যশোর বার্তার লোকমান হোসেন রাসেল, একুশে সংবাদ জাকির হোসেন, রুপান্তর প্রতিদিনের মিলন কবির, বাংলানিউজের জিসান আহম্মেদ রাব্বি, দৈনিক যশোর পত্রিকার জসিম উদ্দিন, দৈনিক খোলা কাগজ পত্রিকার সাগর হোসেন, বাংলাদেশ বুলেটিন পত্রিকার রবিউল ইসলাম, জাতীয় বিজনেস ফাইল পত্রিকার মোশারেফ হোসেন মনা, সময় টিভির ক্যামেরামান শাওন হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার রায়হান সিদ্দিকী, দৈনিক নীল কন্ঠ পত্রিকার নোমান খসরু সংগ্রাম, দ্যা মেইল বিডি ও দৈনিক আলোর সময় এবি এস রনি,দৈনিক প্রানের সংবাদের শাওন হোসেন, এস কে কামাল, দৈনিক গণকণ্ঠ রানা আহমেদ রুবেল শেখ ও জনি বিশ্বাস, মোহাম্মদ সংগ্রাম,দৈনিক ভোরের আওয়াজ খসরু নোমান,শার্শা উপজেলা প্রতিনিধি সহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে গর্বিত দুইজন মাকে সন্মান জানানো হয়।