নারায়ণগঞ্জ শহরের খানপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১০ মার্চ) খানপুর কাজীপাড়া ‘আল-হেরা জেনারেল হাসপাতালে’ শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোস্তাকিম (৯)। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস মৃধা জানান, জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। যদি কেউ কোনো অভিযোগ করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সিভিল সার্জন। তবে আমরা অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মালিকপক্ষে কবির হোসন জানান, আমি বাড়িতে ছিলাম। এসে শুনেছি শিশুটি মারা গেছে। শিশুটির অপারেশনের পর বাবা তার বাচ্চাকে জুস ও কেক খাওনোর পর থেকেই সমস্যা দেখা দেয়। তবে ডাক্তারের চিকিৎসায় ভুল ছিল না। আর পরিবার যে অভিযোগ করেছে ১১টায় ইনজেকশন দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল। ওইটা মূলত ৮টায় দেওয়া হয়েছে, আর সেটা ছিল কাশির জন্য।