মোঃ মোমিন ইসলাম
প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক ক্লাবের শুভ উদ্বোধনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল আলভী।
১০ মার্চ (রবিবার) বিকেল ৩ টার সময় প্রশাসনিক ভবনের কনফারেন্স ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মেহেদী উল্লাহ সহ অর্থনীতি বিভাগের একাধিক শিক্ষক।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ অর্থনীতির বিভিন্ন শিক্ষা ও গবেষণামুলক বিশ্লেষন এবং মানবজীবনে অর্থনীতির প্রভাব নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তৃতায় ড.হুমায়ুন কবির তিনি বলেন, দৈনন্দিন জীবনে আমাদের আয়,ব্যয়সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত যা আমরা এই ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবো। নবনির্বাচিত সভাপতি মনিরুল হোসেন বলে, ইকোনমিক ক্লাব হলো এমন একটি ক্লাব যেখানে একজন শিক্ষার্থীকে কর্মক্ষেত্র দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নমুলক কর্মকাণ্ড গঠনমূলক ধারণা লাভ করতে পারবে পাশাপাশি দেশের উন্নয়ন ভুমিকা পালন করতে পারবে। এছাড়াও সেমিনারে আগত বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইকোনমিক ক্লাবের গুরুত্ব বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
সেমিনারে আগত শিক্ষার্থীদের মাঝেও বেশ উৎফুল্লতা লক্ষ করা যায়। এসময়
মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থনীতির গুরুত্ব নিয়ে অর্থনীতি বিভাগের ৩ য় বর্ষের শিক্ষার্থী মোহিনী আক্তার বলেন,ছাত্র অবস্থায় থাকাকালে আমরা আমাদের জ্ঞানেকে সমৃদ্ধ করা,জব সেক্টর গুলোর সম্পর্কে ধারণার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিকভাবে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবো আমরা এই ক্লাবের মাধ্যমে।
সেমিনারে উপস্থিত অর্থনীতি বিভাগের ১ম বর্ষের আরেক শিক্ষার্থী আজিজুল হক বলেন, আজকে ইকোনমিক্স ক্লাবের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ইকোনমিক্স ক্লাবের নতুন সদস্য হিসেবে ক্লাবের মাধ্যমে বিভিন্ন গবেষণা ও সেমিনারে অংশগ্রহণ করে এখান থেকে নতুন শিক্ষতে পারবো ।
ইকোনমিক্স ক্লাবের মাধ্যমে দেশের বাজেট ও বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চাই ও গঠনমূলক সমালোচনা ও আলোচনা অংশগ্রহণ করতে চাই ।