বুড়িমারী-ঢাকা রুটে চালু হচ্ছে আন্তঃনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন। মঙ্গলবার (১২ মার্চ) এর উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেনটির সময়সূচি ও প্রস্তাবনায় রংপুরের পীরগাছা রেলস্টেশনে যাত্রাবিরতি রাখা হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এ প্রেক্ষিতে রোববার (১০ মার্চ) দুপুরে ট্রেনটির যাত্রাবিরতির লক্ষ্যে করণীয় নির্ধারণী সভা করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতারা।
ওই সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পীরগাছা স্টেশনে এই বুড়িমারী এক্সপ্রেস যদি না থামে, আমি ট্রেনের সামনে শুয়ে পড়ব। প্রয়োজনে আত্মাহুতি দেব।’পীরগাছা সরকারি কলেজ হলরুমে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে ওই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবু হাজী, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ শারেখ খন্দকার জয়, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রনজু প্রমুখ।সভায় সোমবার (১১ মার্চ) দুপুরে পীরগাছা স্টেশন চত্ত্বরে মানববন্ধন ও মঙ্গলবার (১২ মার্চ) রাতে স্টেশন এলাকায় গণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও যাত্রা বিরতি না হলে লাগাতার কঠোর আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়।