আসিফ বিল্লাহ,
জামালপুর জেলা প্রতিনিধি।
আসন্ন ১৮ই মে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।এদিকে একক প্রার্থী ঘোষণা করায় উদ্বেগ সৃষ্টি হয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে।একই আসনের আর একটি উপজেলা মেলান্দহ সেখানে উপজেলা পরিষদ নির্বাচন উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।এই নিয়ে প্রশ্ন উঠছে কেন মাদারগঞ্জ উপজেলা নির্বাচন প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে একক প্রার্থী ঘোষণা করা হলো।এই বিষয়টি নিয়ে কোন ধরণের কথা বলতে নারাজ মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।এ থেকে অনেকে ধারণা করছে যে
প্রধানমন্ত্রীর থেকেও শক্তিশালী মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
প্রধানমন্ত্রীর নির্দেশ অবমাননা করায় ক্ষিপ্ত হয়েছে মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাংশ। গত ৯/০৩/২৪ তারিখে মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এক জুরুরী সভা ডেকে এই সিদ্ধান্ত দেন।