মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার
রংপুর জেলা হতে অপহরণ হওয়া ১০ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী(ভিকটিম) উদ্ধার সহ ০২ অপহরণকারীকে যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন- ”
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“মামলা সূত্রে জানা যায় যে, মামলার অপ্রাপ্ত বয়স্ক ভিকটিম (১৫ বছর বয়স) রংপুর জেলার হারাগাছ থানাধীন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ১০ম শ্রেণীর ছাত্রী। বেশ কিছুদিন ধরে মামলার ১নং আসামী ভিকটিমকে স্কুলে যাতায়াতের পথে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্যাক্ত করতো। ভিকটিম প্রেমের প্রস্তাবে রাজি না হলে, গত ১৩/০২/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ভিকটিম হারাগাছ থানাধীন দালালহাট গ্রামস্থ সাজু মাস্টারের বাসায় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হলে ভিতরকুঠি মাল্লিরপাড়া গ্রামস্থ ধুমনদী এলাকায় পৌছালে ১ নং আসামী মোঃ শাহাজালাল ওরফে সানি (২০) ও তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনগণ ভিকটিমকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ভিকটিমের কোন সন্ধান না পেয়ে “ভিকটিমকে জোরপূর্বক বিবাহ করতে পারে বা ধর্ষণ করিতে পারে বা খুন করে লাশ গুম করতে পারে” এই আশঙ্কা করিয়া ভিকটিমের বাবা বাদী হয়ে রংপুর হারাগাছ থানায় অপহরণ সংক্রান্তে এজাহার দায়ের করেন। যার মামলা নং- ০৪, তারিখ- ০৩/০৩/২০২৪ ইং, ধারা-৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩)”।
“মামলার তদন্তকারী অফিসারের মাধ্যমে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প, অপহরণের বিষয়ে অবহিত হয়ে উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত মামলার ১নং আসামী ১। মোঃ শাহাজালাল ওরফে সানি (২০) ও ২নং আসামী ২। মোঃ শাহিন মিয়া (২৮), উভয় পিতা- মোঃ ইউসুফ আলী, সাং- বানুপাড়া (শহিদ পাম্পের পশ্চিমে), হারাগাছ পৌরসভা, উভয় থানা- হারাগাছ, জেলা- রংপুরদ্বয়কে ইং ১৪/০৩/২০২৪ তারিখ রাত ০২.৩০ ঘটিকায় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গোলবাকপুর এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের জিম্মায় থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়”।
“ঘটনার বিষয়ে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম স্কুলে যাওয়া আসার পথে অপহরণকারী মোঃ শাহাজালাল ওরফে সানি (২০) প্রায়শই ভিকটিমকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হলে আসামী তাকে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখাইতো। এরই ধারাবাহিকতায় গত ১৩/০২/২০২৪ ইং তারিখ ভিকটিম স্কুলে যাওয়ার পথে অপহরণকারী মোঃ শাহাজালাল ওরফে সানি (২০) তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং ভিকটিমকে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গোলবাকপুর এলাকায় অপহরণকারীর নানা বাড়ীতে আটকে রেখে বিবাহে রাজি করার চেষ্টা করে।
গ্রেফতারকৃত অপহরণকারীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং তারা জানায়, ১নং আসামী মোঃ শাহাজালাল ওরফে সানি (২০) বিভিন্ন ভাবে ভিকটিমকে প্রেমের প্রস্তাবে রাজি করার চেষ্টা করে ব্যর্থ হলে, অত্র মামলার আসামীরা একত্রে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরণ করে”।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।