ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ০২নং নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ১৪ই মার্চ পার্কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ রায় কে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।
রাষ্ট্রেীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান , উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব সহ এলাকার ব্যক্তিবর্গ ও সুশিল সমাজ।