Profile Picture জন্য Bangla Caption খুঁজছেন? তাহলে এখানে উল্লেখিত Caption Bangla গুলি পড়ে দেখতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর Profile Picture Bangla Caption তুলে ধরা হল, যেগুলি আপনারা Facebook FB Profile Pic Bangla Caption হিসাবে ব্যবহার করতে পারেন।
তাহলে চলুন আর দেরী না করে,, Best Profile Picture Pic Caption Bangla গুলি পড়ে নেওয়া যাক।
1. একদিন হঠাৎ করে তোমার হয়ে যাবো! আগাম কোন বার্তা না দিয়েই, তোমার মনে দখল নেবো।
2. তুমি নামের আঘাত গুলো আঁকড়ে ধরে বাঁচি!! ভুলে গিয়ে সব তোমার কথা, আমিও ভাল আছি।
3. ঠোঁটের কোণের হাসিটা সবাই দেখতে পেলেও, চোখের কোণে জলটা দেখার ক্ষমতা সবার হয়না!
4. সবসময় হাসতে থাকুন! কখনো নিজের জন্য, কখনো প্রিয়জনের জন্য।
5. অসাধারণ কাউকে চাইনা! সাধারণ হলে চলবে, যার কাছে আমি থাকবো অসাধারণ হয়ে।
6. চুপ থাকতে ভালোবাসি! কারণ নীরবতায় নিজেকে খুঁজে পাই।
7. মানুষ আসবে মিশবে পরিবর্তন হবে চলে যাবে!কিন্তু দিনশেষে তোমারি তুমি; কেউ তোমারই নয়।
8. শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার সাধ্য সবার থাকে না!
9. সময় বয়ে যায় আপন খেয়ালে, পড়ে থাকে কিছু পিছুটান! ভালোবাসা ঘৃণার জীবন যুদ্ধে, জয়ী হয়ে যায় অভিমান।
10. শুধু হাসিই নয়…! নীরবতাও অনেক সময় অনেক কিছু বলে দেয়।
11. তোমার ক্লান্ত মনের বেহাতে আমি…. তোমার প্রেমের রাগিনী। তুমি যে গো মরীচিকা শুধু, তুমি মোর প্রেমের কাহিনী।
12. রোজনামচা জীবন মানে নতুন অভিনয়! সুখ হাসে ঠোঁটের কোণে, তবু দুঃখ আড়ালেই রয়।
13. না থাকলে চলে যাও, এসো না আর ফিরে!! তোমায় নাহয় খুঁজে নেবো মিথ্যে কল্পনার ভিড়ে।
14. কখনো কখনো নিশ্চিত পরাজয় জেনেও!!! স্বপ্ন বুনে যেতে হয়।
15. বাক্সে তোলা পুরনো চিঠির খামে! ভালোবাসা যত্নে তোলা আছে তোমার নামে.. হারিয়ে ফেলা ঠোঁটের হাসি জানে, নিঃস্বার্থভাবে ভালোবাসার মানে।
16. প্রতিটা মানুষই…. একটা ভরসা পাবার মতো মানুষকে খোঁজে!! যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি।
17. সুন্দরতার মানে তুমি যদি রূপে খোঁজো, তবে তুমি ব্যর্থ…!! আর যদি তুমি সুন্দর বলতে মন খোঁজো, তবে তুমি পূর্ণ।
18. জীবনের ছোট ছোট অনুভূতি গুলো,, সঠিক ভাবে উপলব্ধি করতে পারলেই জীবন সুন্দর হয়!
19. হারিয়ে যেতে মন চায় যেখানে রয়েছে তোমার ভালোবাসার নীড়!! আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই সারাটা জীবন।
20. আবার যদি রৌদ্র উঠে, মেঘ কেটে যায় মনের!আমি তোমার সঙ্গী হবো, বন ফুলের বনের।
21. খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি.!! কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের বর্তমান কে হারিয়ে ফেলছি দিন দিন।
22. কারোর খুব কাছে যেতে নেই!!!! কারণ যতো কাছে যাবে, ফিরে আসার বেলায় ততো কষ্ট হবে!
23. খুব সাধারণ একটা মানুষ চাই!!!!! যার সাথে দিনশেষে নিজের ভালো খারাপ গুলোকে… ভাগ করে নিতে পারবো।
24. কিছু মোর লাগে না ভালো… তুমি পাশে নেই বলে!! মুহূর্ত গুনি বসে বসে, কখন তুমি আসবে পাশে।
25. কখনো কখনো বিষঘ্নতার ছোয়াই চারিপাশটা অন্ধকার মেঘে ঢেকে যায়…!! তুমি একটু আলো নিয়ে আসবে বলে, আজও তার প্রতিক্ষায়।
26. জীবনে একটা খারাপ অধ্যায় আসে…! এর মানে এই নয় যে গল্পটা শেষ।
27. বেঁধে রাখবো তোমায়, আমার ভালোবাসার শিকলে! পালাতে পারবেনা তুমি আমায় ছাড়া; সময়ের অন্তরালে।
28. খুঁজেছি তোমাকে আকাশে-বাতাসে,, খুঁজেছি চন্দ্র তারায়…! অবশেষে পেয়েছি খুঁজে, আমার গহীন হৃদয়ে।
29. সব শূন্য মনে হয়, যখন তুমি কাছে নাই থাকো। আশা নিয়ে বসে থাকি শুধু, কখন আমাকে তুমি ডাকো!
30. হাজারো ভালোবাসার মাঝে, আমারটা হয়তো একটু ফিকে! যদি সময় হয় তাকিও আমার দিকে।
31. রাত হলে শূন্যতা বাড়ে, বুকের উপর খুঁজি হাত!যদি একটা কোন মানুষ থাকতো, যার ছোঁয়াতে দু- নয়ন দেখিতো প্রভাত।
32. গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না!! কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়।
33. যার কাছেই তুমি নিজেকে যতো বেশি প্রকাশ করবে, তার কাছেই তুমি প্রয়োজনের থেকে বেশি অবহেলিত হবে!
34. দুই চারদিন যত্ন নেয়া হলো প্রেম!! আর সারাজীবন দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা।
35. ভেঙে যাওয়া সম্পর্কের টুকরো গুলো আগলে রাখি! আমি প্রতিনিয়ত ভালো না থেকেও ভালো থাকি।
36. আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে…… ভাষাতে পারিনি নয়নে! আমি বলতে পারিনি কতো না বলা কথা, লিখতে পারিনি চয়নে!
37. আজ আমি ধূসর অবেলায় কি রঙিন সময়ে পথ হারায় তোমাতে! আর ভেসে যায় স্বপ্নের খেয়াতে।
Profile Picture Caption Bangla গুলি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।