• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
বেনাপোলে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা, রহস্যে মোড়া রঘুনাথপুরের ট্র্যাজেডি বগুড়ায় ডিবি বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সক্রিয় সদস্য মুইন হাসান সাজিদ বগুড়া হতে গ্রেফতার। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আশ্রয়ে সন্ত্রাসী পিচ্চি সবুজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে পাংশা উপজেলা বিএপির পতাকা উত্তোলন নিজ বাড়িতে ফিরতে চান বাবুল ভারত থেকে ফেরত দিল নারী,শিশু সহ ৩৬ জন বাংলাদেশি’কে  অনলাইন পেজের ছলে প্রতারণা, বেনাপোল ট্যাগই বিশ্বাসের হাতিয়ার জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৮, বরিশাল। আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যা মামলার আরো একজনকে আটক করেছে র‌্যাব-৮ শার্শায় জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে বৃত্তিবারিপোতা জামে মসজিদের উদ্বোধন 

বনের মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না: পরিবেশমন্ত্রী

প্রকাশক / ৩৩৫
বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বনকে সম্পদ হিসেবে দেখতে হবে। বনের ভেতর দিয়ে রাস্তা বা অন্য কোনো অবকাঠামো নির্মাণ করে বনের ধ্বংস করা যাবে না।

সাবের হোসেন চৌধুরী বলেন, বন সংরক্ষণের লক্ষ্যে আইন করা হচ্ছে। বন বিষয়ক গবেষণা বাড়ানো হবে। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণে সবাই মিলে কাজ করে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো।
আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) বন অধিদপ্তরে ‘সম্ভাবনায় বন, উদ্ভাবনায় বন’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

বনমন্ত্রী বলেন, বনায়ন ও পরিবীক্ষণ কার্যক্রম ডিজিটালাইজড করা হচ্ছে। সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে সফলভাবে বন পরিবীক্ষণ ও অপরাধ দমন করা হচ্ছে। সুন্দরবন ও অন্যান্য রক্ষিত এলাকায় ভ্রমণের জন্য টিকিট ও অন্যান্য সেবা অনলাইনে প্রাপ্তির লক্ষ্যে মোবাইল অ্যাপস প্রস্তুতের কার্যক্রম চলছে।

তিনি বলেন, বিভিন্ন লক্ষমাত্রা অর্জনে সরকার বিদ্যমান আইন, বিধিমালা ও নীতিমালাগুলো হালনাগাদ করা হচ্ছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সততা বড় সম্পদ, যোগ্যতার ভিত্তিতে পোস্টিং হবে। যারা ভালো কাজ করবেন তারা স্বীকৃতি পাবেন।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, আরণ্যক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশীদ এবং সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায় প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সামাজিক বনায়নের লভ্যাংশভোগীদের মধ্যে চেক এবং আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আয়োজিত ‘গাছ চেনা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন