• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
আটকের পর ডিবি কার্যালয়ে শাওন বাউফলে ভেঙে ফেলা হলো শহীদ জিয়ার ভিত্তিপ্রস্থর স্থাপনের নামফলকটি গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে ঢুকে ভাঙচুর চালাচ্ছেন শিক্ষার্থীরা লিফলেট বিতরণ না করতে অনুরোধ, আ.লীগের হাতুড়িপেটায় স্বেচ্ছাসেবক দলের আহত ৫ ছয়মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে: মান্না আপনারা না পারলে যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ১০ লাখ টাকার গরু-ছাগল লুট সাঁজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানার নিরাপত্তায় সেনাবাহিনী আমতলীতে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা

নিজেদের বোলিং বিভাগের কথা উল্লেখ করে কাপ্তান বলেন, ‘ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসিস (উইকেট নেন মুস্তাফিজ) আউট হওয়াতে আমরা বেশ স্বস্তি পাই। সেটিতে পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে পেয়েছি।’ মুস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য অনেক লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং ফিগার দেখা গেল।’ আরও পড়ুন: প্রথম দিন শেষে ৩২ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের এমনকি টুইটার ট্রেন্ডিংয়েও মুস্তাফিজের নাম উঠে এসেছে। তার এমন পারফরম্যান্স অন্যসব বাংলাদেশির মতো স্পর্শ করেছে দেশের তারকা ক্রিকেটারদের ভিতরেও। তামিম ইকবাল সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজের সাথে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মুস্তাফিজের!’ অভিঙ্গ মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই অভিনন্দন টুর্নামেন্টের বাকি সময়ের জন্য অনেক শুভকামনা রইল ‘। টাইগার পেসার তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্ল্যেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও অনেক পালক যুক্ত হোক। অভিনন্দন দ্যা ফিজ।’

প্রকাশক / ৩৫৬
শনিবার, ২৩ মার্চ, ২০২৪

এ যেন ধ্বংসস্তুপের মধ্য থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসা। কে বলবে, এই মুস্তাফিজই যে কিনা চলতি মাসেই বাংলাদেশের ওয়ানডে একাদশে ছিলেন না। সিরিজের শেষ ওয়ানডেও খেলেছেন আরেক পেসার তানজিম হাসান সাকিবের বদলি হয়ে। কিন্তু, আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মনোমুগ্ধকর এক শুরু হলো বাংলাদেশি এই কাটার মাস্টারের।

৪ ওভারে দিয়েছেন ২৯ রান। সাথে তুলে নিয়েছেন ৪ উইকেট। সেই চার উইকেটের মধ্যে আছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মত তারকা ক্রিকেটাররা। আছে রজত পতিদারের মতো উদীয়মান ব্যাটারও। ম্যাচশেষে ফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও।

সেই সাথে মুস্তাফিজে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাচশেষে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সরাসরিই উল্লেখ করেছেন মুস্তাফিজের কথা, ‘প্রথমের ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। বিশেষ করে মুস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়েছে।’

নিজেদের বোলিং বিভাগের কথা উল্লেখ করে কাপ্তান বলেন, ‘ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসিস (উইকেট নেন মুস্তাফিজ) আউট হওয়াতে আমরা বেশ স্বস্তি পাই। সেটিতে পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে পেয়েছি।’

মুস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য অনেক লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং ফিগার দেখা গেল।’

এমনকি টুইটার ট্রেন্ডিংয়েও মুস্তাফিজের নাম উঠে এসেছে। তার এমন পারফরম্যান্স অন্যসব বাংলাদেশির মতো স্পর্শ করেছে দেশের তারকা ক্রিকেটারদের ভিতরেও।

তামিম ইকবাল সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজের সাথে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মুস্তাফিজের!’ অভিঙ্গ মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই অভিনন্দন টুর্নামেন্টের বাকি সময়ের জন্য অনেক শুভকামনা রইল ‘। টাইগার পেসার তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্ল্যেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও অনেক পালক যুক্ত হোক। অভিনন্দন দ্যা ফিজ।’

নামাজের সময়সূচী

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৭ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১৩ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৫ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
    এশা রাত ৭:১৯ অপরাহ্ণ

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

আবহাওয়ার খবর

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আবহাওয়ার খবর

জরুরি হটলাইন