Logo
    আজ বৃহস্পতিবার ||  ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ ||  ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || E-mail:news@nagorbarta.com

নিজেদের বোলিং বিভাগের কথা উল্লেখ করে কাপ্তান বলেন, ‘ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসিস (উইকেট নেন মুস্তাফিজ) আউট হওয়াতে আমরা বেশ স্বস্তি পাই। সেটিতে পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে পেয়েছি।’ মুস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য অনেক লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং ফিগার দেখা গেল।’ আরও পড়ুন: প্রথম দিন শেষে ৩২ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের এমনকি টুইটার ট্রেন্ডিংয়েও মুস্তাফিজের নাম উঠে এসেছে। তার এমন পারফরম্যান্স অন্যসব বাংলাদেশির মতো স্পর্শ করেছে দেশের তারকা ক্রিকেটারদের ভিতরেও। তামিম ইকবাল সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজের সাথে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মুস্তাফিজের!’ অভিঙ্গ মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই অভিনন্দন টুর্নামেন্টের বাকি সময়ের জন্য অনেক শুভকামনা রইল ‘। টাইগার পেসার তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্ল্যেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও অনেক পালক যুক্ত হোক। অভিনন্দন দ্যা ফিজ।’