ডুমুরিয়ার সৈয়দ ঈসা বিএমটি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় কলেজ শিক্ষক মিলনায়তে অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের একটি দিন। আমাদের এই দেশ পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে বাঙালি জাতির ধামাল ছেলের দেশ স্বাধীন করেছিল।
১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি স্বাধীনতা সকল শহীদদের প্রতি কবি সমবেদনা জ্ঞাপন করি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা, প্রভাষক নাসির উদ্দিন কাগজী, প্রভাষক এসকে নজরুল ইসলাম, প্রভাষক আবুল হাসান, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ, প্রভাষক শংকর কুমার রায় প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক (জেনারেল), প্রভাষক আমজাদ হোসেন, প্রভাষক মোঃ ফারুক হোসেন, প্রভাষক দীপঙ্কর কুমার সুর, প্রভাষক আব্দুল হামিদ, প্রভাষক বাবলুর রহমান, প্রভাষক হুমায়ুন কবির, প্রভাষক আলামিন সরদার, কম্পিউটার প্রদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ, আসমা খাতুন, লাইব্রেরিয়ান মোহাম্মদ কামরুল ইসলাম, অফিস সহকারী বাবু সুরঞ্জন ঘোষ, অফিস হিসাব সহকারি মোহাম্মদ মশিয়ার রহমান, অফিস সহকারী মোঃ আবুল হাসান, অফিস সহায়ক মোঃ রফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, আল আমিন মোড়ল, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ নাজমুল হোসেন, ফিরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।