Logo
    আজ শনিবার ||  ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ ||  ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || E-mail:news@nagorbarta.com

শরীয়তপুরে সাপের কামড়ে মৃত্যু আব্দুর রহমান সোহেল শরীয়তপুর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে ইমামুল বেপারী (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সখিপুর থানার আনু সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইমামুল বেপারী আনু সরকার কান্দি গ্রামের আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইমামুল বেপারীর বাড়িতে ছোট পরিসরে একটি অনুষ্ঠান ছিল। সারা দিন কাজ শেষে রাত ৯টার দিকে গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় তাকে সাপে কামড় দিলে তার চিৎকারে স্বজনরা এসে তাকে প্রথমে ওঝার কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হয়ে গেলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ইমামুলের মৃত্যু হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক হারুন অর রশীদ বলেন, “সাপে কাটা রোগী ইমামুলকে অনেক দেরি করে হাসপাতালে নিয়ে এসেছিল তার স্বজনরা। রাতে আমি ও ডাক্তার অমিত তার চিকিৎসা করছিলাম। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়েছে।”