খুলনার ডুমুরিয়ায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গাজী এজাজ আহমেদের ঘোড়া প্রতীকের পক্ষে ডুমুরিয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার ২৩মে বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বক্তৃতা করেন, ঘোড়া প্রতীকের প্রার্থী গাজী এজাজ আহমেদ,ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুর রহমান বিপ্লব,নির্বাহি সদস্য, এম এ এরশাদ, শেখ এনামুল বাসার টিটো,খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান,খুলনা জেলা আওয়মী যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন,বিধান রায়, আবুল বাশার প্রমূখ।