বগুড়া জেলা প্রতিনিধি
মোঃ আজিজুল হক রাজুঃ
১। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। গত ২৩ জুন ২০২৪ ইং তারিখে মোঃ গোলাম রসুল (২২), পিতা-মৃত ইউনুস আলী, সাং- বালা কৈগাড়ী, থানা ও জেলা- বগুড়া এই মর্মে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন যে, গত ২০/০৬/২৪ ইং তারিখ তার ভাই শাহীন (মানসিক ভারসাম্যহীন) রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদী আব্দুল ওয়াহাব এর স্ত্রীকে হাত ধরে রাস্তা হতে সড়িয়ে দেয়। এরই সূত্র ধরে গত ২২/০৬/২৪ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭৩০ ঘটিকার সময় তার পিতা ইউনুস আলী (৫৫) সদর থানাধীন কৈগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে কাচা রাস্তার উপর পৌছলে আসামীগণ এলোপাথারী মারপিট করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় মামলা নং-৬৫, তারিখ ২৩/০৬/২৪ ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। এরই প্রেক্ষিতে অদ্য ২৫ জুন ২০২৪ ইং তারিখ অনুমান ০৩০০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর যৌথ অভিযানে রংপুর সদর থানাধীন নাজিরনগর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১নং আসামী আব্দুল ওয়াহাব (৩৭), পিতা- মোঃ জিল্লার মন্ডল, সাং- বালা কৈগাড়ী, থানা ও জেলা – বগুড়া’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।