শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে গত ২৭ জুন ২০২৪ ইং দিবাগত রাত ১১ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহাযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে প্রায় ১২-১৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং আরো ৭-৮ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খোঁজ নিয়ে জানা যায়’ এতে ব্যবসায়ীদের প্রায় ৯ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন ,শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। ২৮ জুন শুক্রবার ২০২৪ ইং বিকেল ৫ টায় বাগেরহাট জেলা জামায়াতে ইসলামির মজলিসে সুরাহ সদস্য এবং বাগেরহাট ৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করে, ক্ষতিগ্রস্তদের কে সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোস্তফা আমীন, ৩ নং রায়েন্দা ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি জনাব মাওলানা মনিরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলা সভাপতি মাওলানা নুরুজ্জামান মীর সহ জামায়াত নেতা মাওলানা ওবায়দুল হক, মাওলানা সরোয়ার হোসেন বাদল প্রমুখ সহ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠন শরণখোলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও ঘূর্ণিঝড় রিমেল এর আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামী।
এ সময় অধ্যক্ষ আব্দুল আলীম সকল সামাজিক কর্মকান্ডে জনগণের সাথে থেকে কাজ করার জন্য দোয়া চেয়েছেন সকলের নিকট।