জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান জনাব রায়হান রহমতুল্লাহ রিমুকে গত ১লা জুলাই মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় জামিন আবেন নামুঞ্জুর বিজ্ঞ আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।এই ঘোষনা হওয়ার পর থেকে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় মাদারগঞ্জ উপজেলায়।
মাদারগঞ্জ উপজেলার ৭২টি ওয়ার্ডের সর্বস্তরের জনগন একত্রিত হয়ে তাদের চেয়ারম্যানের মুক্তির দাবীতে আজ ২জুলাই হরতাল কর্মসূচি পালন করেন।বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার জনগণের ডাকে হরতাল কর্মসূচি পালন হয়েছে এই উপজেলায়।
এছাড়াও আগামীকাল ৩জুলাই মাদারগঞ্জ উপজেলায় মানব বন্ধন কর্মসূচীর ডাক দিয়েছে মাদারগঞ্জ উপজেলাবাসী।উপজেলার বালিজূড়ী বাজার থেকে উপজেলা পরিষদ অবধি আগামীকাল সকাল ১০টায় মানব বন্ধন করবেন তারা।এই বিষয়ে সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন-
রিমু ভাই আমাগো লোক,উনি আমাদের সাধারণ মানুষের কষ্ট বোঝেন।উনি আমাদের ভালো করতে চেয়েছিলেন,আমাদের সমীতি ও এনজিওর আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে দিতে চেয়েছিলেন,এটায় কি তার অপরাধ?
রিমু ভাইয়ের মুক্তি না হওয়া অবধি আমরা রাজপথ ছাড়বো না।