ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের বাসিন্দা শহীদ মোল্ল্যার নিজের রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইসমাঈল মোল্যা গংদের নামে। সরেজমিনে যেয়ে ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ভুক্তভোগী শহীদ মোল্ল্যার ভোগদখলীয় বসতবাড়ির জমিতে জোরপূর্বক ভাবে পাকা ইটের বাড়ি নির্মাণ কাজ শুরু করেন প্রতিপক্ষ ইসমাইল মোল্লা গংরা,
এ সময় ভুক্তভোগী শহীদ মোল্ল্যা প্রথমে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষ ইসমাইল গংরা পেশি শক্তির বলে নাঠিশোঠা,দা কুড়াল নিয়ে আক্রমণ করে শহীদ মোল্ল্যা ও তার ছেলে শাহীনের উপর। ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে ডুমুরিয়া থানা পুলিশ কে লিখিত অভিযোগের মাধ্যমে অবহিত করেন। এরপর থানা পুলিশের সহায়তায় ইসমাঈল মোল্ল্যার বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়। এ বিষয়ে ইসমাঈল মোল্ল্যার নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদক কে জানান, আমি আমার জমিতে থাকি আমি আইন আদালত বুঝি না,জমি আমার। এ ঘটনার বিষয়ে ভুক্তভোগী শহীদ মোল্ল্যার কাছে জানতে চাইলে তিনি জানান, আমার জমির সকল কাগজ পত্র রয়েছে, আরাজি ডুমুরিয়া মৌজার জেল নং ৩৯, ৪২৫ নং খতিয়ানে ৩৪২ নং দাগে ৫ শতাংশ জমি আমার নিজ নামে রেকর্ড। বসত বাড়ির এই জায়গা নিয়ে পুর্ব হতে ইসমাঈলের সাথে আমার বিরোধ চলে আসছে এমনকি আমার বাড়িতে প্রবেশের চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছে। এ বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনাতে এমপি ১৩২/২০২১, এমআর ৮১/২০২১ (ডুমুরিয়া) ধারা ১৪৪/১৪৫ দায় করি যাহা বিজ্ঞ আদালতে চলমান।
উল্লেখ্য গত ২০/০২/২০২৪ তারিখে এ জমির বিষয়ে আদালত উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ও তার বক্তব্য অনুযায়ী জানা যায় ডুমুরিয়া থানার উপ- পুলিশ পরিদর্শক মোঃ আঃ মজিদ উভয় পক্ষকে ডেকে কাগজপত্র দেখে ও আদালতের স্থিতিবস্থা বজায় রাখার আদেশের অনুলিপি দেখে ইসমাঈল মোল্ল্যাকে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন। এবং প্রয়োজনে আদালতে শরণাপন্ন হতে বলেন। এ বিষয়ে জানতে থানার উপ-পুলিশ পরিদর্শক কে মুঠো ফোনে একাধিক বার কল করে পাওয়া যায়নি।