ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়ার মির্জাপুর নদীর কচুরিপনা এলাকাবাসীর উদ্যোগে সেচ্ছাশ্রমে পরিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আরাজি ডুমুরিয়া ও মির্জাপুর গ্রামের ৩’শতাধিক মৎস্যচাষী ও ঘের মালিক সেচ্ছাশ্রমে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কচুরিপানা পরিষ্কার করা হয়। এ কাজে শতাধিক ডিঙ্গি নৌকা এবং দুটি ট্রলার ব্যবহার করা হয়। এ সময়ে নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য লুৎফর রহমান মোড়ল, ইউপি সদস্য দিবাশীষ বিশ্বাস, জিন্নাত মোড়ল, শাহাজান শেখ, আতাউর শেখ, আনিস শেখ, নাসির সরদার, মকবুল জোয়াদ্দার, মামুনুর রশীদ বাবু, কংকন মন্ডল, অরেবিন্দু বিশ্বাস, জয়দেব রায়, পঞ্জরাম মন্ডল প্রমুখ।