শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

স্বামীর অপছন্দ বলে ছেড়েছেন অভিনয়! সেই সাহারা এখন

মুহাম্মাদ শিমুল হুসাইন / ৫৮
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

কসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা। তার দেখা মিলেছে ৬০টির মতো সিনেমায়। তবে দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে তিনি অভিনয় থেকে দূরে। ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির শাকিব খানের এই নায়িকা যে আর অভিনয়ে ফিরবেন না, সে কথা আগেই জানিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির।

Girl in a jacket

এবার ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে সাহারার মুখেও একই সুর। জানালেন, অভিনয় ছাড়ার কারণও।

এই চিত্রনায়িকা বলেন, ‘বর্তমানে স্বামী-সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা। অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগই নেই। এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না। তাই তার পছন্দ-অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি। ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই।’

কিসের ব্যবসা সামলাচ্ছেন সাহারা? অভিনেত্রী বলেন, রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে ‘সাহারা ফ্যাশন হাউজ’ নামে তার কাপড়ের ব্যবসা রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি। পাশাপাশি সংসার তো রয়েছেই। এই দুই ব্যস্ততার ভিড়েই হারিয়ে গেছেন বহু ভক্তের প্রিয় নায়িকা।

কেমন চলছে ব্যবসা? সাহারা বলেন, ‘করোনার কারণে তো টানা দুই বছর বেশ খারাপ অবস্থা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত বছর থেকে ভালো চলছে। সংসার সামলানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিতে হচ্ছে। একসময় স্বপ্ন ছিল, চলচ্চিত্রের বড় নায়িকা হবো। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন এই ফ্যাশন হাউজ ঘিরেই আমার স্বপ্ন।’

২০০৪ সালে শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাড়াও’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সাহারার। প্রথম ছবিতে তেমন নজর কাড়তে পারেননি। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে জুটি বেঁধে ব্যাপক সফলতা পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে শাকিবের সঙ্গেই সর্বাধিক ছবি করেছেন সাহারা।

কমার্শিয়াল ছবির জন্য সাহারা ছিলেন যুতসই। সে কারণেই শাকিবের সঙ্গে তার বেশি ছবি। এ জুটির উল্লেখযোগ্য ছবি- ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘ভাড়াটে খুনি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘খোদার পরে মা’, ‘সন্তানের মতো সন্তান’, ‘আমাদের ছোট সাহেব’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘বস নাম্বার ওয়ান’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘আমার চ্যালেঞ্জ’, ‘প্রেম কয়েদি’, ‘সাহেব নামে গোলাম’।

অন্যান্য নায়কদের মধ্যে রিয়াজের সঙ্গে ‘ভালোবেসে বউ আনব’, আমিন খানের সঙ্গে ‘মাস্তান নাম্বার ওয়ান’, মারুফের সঙ্গে ‘অশান্ত মন’, ‘দারোয়ানের ছেলে’, ইমনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ ছবিগুলো রয়েছে সাহারার।

ক্যারিয়ারের মধ্য গগনে এসে ২০১৫ সালের ৮ মে ‘ঢাকা টু বোম্বে’ ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনিরকে বিয়ে করেন সাহারা। এর দুই বছরের মাথায় হঠাৎই হারিয়ে যান রুপালি পর্দা থেকে। সাহারাকে শেষ দেখা যায় ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিতে। সেখানে তার নায়ক ছিলেন জায়েদ খান।

নামাজের সময়সূচী

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৫
    সূর্যোদয়ভোর ৬:২৭
    যোহরদুপুর ১১:৫০
    আছরবিকাল ২:৫১
    মাগরিবসন্ধ্যা ৫:১২
    এশা রাত ৬:৪২

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

আবহাওয়ার খবর

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আবহাওয়ার খবর

জরুরি হটলাইন

সার্বিক সহযোগিতায় : শিমুল হুসাইন