ডুমুরিয়া প্রতিনিধি
মুফতি আব্দুস সালামকে সভাপতি এবং কে এম মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুরিয়া সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় ডুমুরিয়া জমাদ্দার সুপার মার্কেট মসজিদে খেলাফল মজলিসের এক দাওয়াতি মাহফিলে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওঃ শরিফুল ইসলাম, মাওঃ হাফিজুর রহমান, মোঃ লুৎফর রহমান, হযরত আলী ও মোঃ শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবুল হাসান। এছাড়া ওই সভায় খেলাফত যুব মজলিসের ডুমুরিয়া সদর ইউনিয়ন শাখায় হাফেজ রুহুল আমীনকে সভাপতি, মাওঃ মোঃ শাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, মাওঃ আবু বক্কারকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ আব্দুল্লাহকে বাইতুল মাল সম্পাদক, মাওঃ মাসুদকে প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ মনিরকে সমাজ কল্যাণ সম্পাদক ও হাফেজ ইউনুছকে প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ মুশতাক আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি ওলিউল্লাহ মাহমুদ, বক্তৃতা করেন,উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রহমান, সোনাডাঙ্গা থানা যুব মজলিসের সভাপতি মুফতি মাহফুজুর রহমান, মুফতি আব্দুল কাইউম জমাদ্দার প্রমুখ।