রতন টাটাকে চেনেন না বা তার নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। জীবনে তিনি শুধুমাত্র একজন সফল শিল্প উদ্যোক্তাই ছিলেন না, তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। মানব সেবায় তার বহু প্রতিষ্ঠান আছে ভারতে। তার শালীন জীবনযাপনের জন্য ছিলেন বিখ্যাত। তার ব্যবসায়িক বুদ্ধিমত্তা, জনহিতকর প্রচেষ্টা এবং দূরদর্শী নেতৃত্বের জন্য তার নাম বিশ্বে সমাদৃত।
দীর্ঘ ৮৬ বছরের জীবনে বিভিন্ন সময়ে অনুপ্রেরণামূলক নানা কথা বলেছেন রতন টাটা। জেনে নেয়া যাক রতন টাটার সে সেরা ১০টি উক্তি।
১. ‘আমি সঠিক সিদ্ধান্ত নেয়াতে বিশ্বাস করি না। আমি সিদ্ধান্ত নিই এবং সেটাকে সঠিক করে তুলি।’
২. ‘কেউ লোহা ধ্বংস করতে পারে না; বরং তার নিজের মরিচা তাকে ধ্বংস করে। একইভাবে, একজন মানুষকে কেউ ধ্বংস করতে পারে না; কিন্তু তার নিজের মানসিকতা পারে।’
৩. ‘ক্ষমতা এবং সম্পদ — এ দুটো আমার প্রধান পণগুলোর মধ্যে নেই।’
৪. ‘সবচেয়ে বড় ঝুঁকি হলো কোন ঝুঁকি না নেয়া। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ না হওয়ার একমাত্র গ্যারান্টিযুক্ত কৌশল হলো ঝুঁকি না নেয়া।’
৫. ‘সর্বোত্তম নেতা তারাই, যারা নিজেকে তারচেও বেশি বুদ্ধিমান সহকারী এবং সহযোগী দিয়ে ঘিরে রাখতে চান।’
৬.‘অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নিজের দয়া, সহানুভূতি এবং করুণাকে কখনোই অবমূল্যায়ন করবেন না।’
৭. ‘নেতৃত্ব হলো দায়িত্ব নেয়া, অজুহাত দেয়া নয়।’
৮. ‘নিজের কাছে সুযোগ আসার জন্য অপেক্ষা করবেন না, নিজেই সুযোগ তৈরি করুন।’
৯. ‘যদি দ্রুত হাঁটতে চাও, তবে একা হাঁট; কিন্তু যদি দূরে যেতে চাও, একসঙ্গে হাঁট।’
১০. ‘আমি কাজ আর জীবনের ভারসাম্যে বিশ্বাস করি না। আমি কাজ আর জীবনকে একীভূতকরণে বিশ্বাস করি। আপনার কাজ এবং জীবনকে অর্থবহ এবং পরিপূর্ণ করুন; তারা একে অপরের পরিপূরক হবে।’