জান্নাতুল ফেরদৌস ঐশী। মডেল ও চিত্রনায়িকা। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা হয়ে শোবিজে পা রেখেছিলেন। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর জানিয়েছেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে ঐশী কোথাও নেই। মাঝেমাঝেই হুট করে এই হারিয়ে যাওয়া কেন?
কোথাও নেই বিষয়টি কিন্তু এমন নয়। আর হারিয়ে কই যাব। কিছুদিন আগেও কিন্তু একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলাম। তবে হ্যাঁ, অভিনয়ের নতুন খবর দিতে পারিনি। আপনি হারিয়ে যাওয়া বলতে সম্ভবত এটাই বুঝিয়েছেন। আমি শুরু থেকেই এমন। কাজ যখন হবে, তখনই তো খবরটা সবাইকে দেব। নতুন কাজে চুক্তিবদ্ধ হলাম, সেটাই সবাইকে জানালাম। সবার আশীর্বাদ নিয়েই তো কাজ শুরু করব।
তার মানে আপনি আসিফ ইসলামের ‘যাত্রী’ সিনেমাটি করছেন এটা পুরোপুরি পাকা?
একদম। অনেক দিন আগেই আসিফ ভাইয়া সিনেমাটি নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছিলেন। মাঝেখানে আলোচনা থেমে যায়। ভেবেছিলাম, হয়তো আলোচনার অগ্রগতি হবে না। অন্য কাউকে নিয়েছেন। কিন্তু না। কিছুদিন আগে ভাইয়ার সঙ্গে আবার যোগাযোগ হয়। তখনই চূড়ান্ত আলাপ শেষে চুক্তিবদ্ধ হই।
কেবল আলোচনা করেই চুক্তিবদ্ধ হয়ে গেলেন। গল্প পড়েননি?
আলোচনা মানে তো শুধু চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা নয়। এর মধ্যে গল্প ও শুটিং শিডিউল সবই থাকে। তাঁর সঙ্গে গল্প ও আমার চরিত্র নিয়েও আলাপ হয়েছে। গল্প ভালো লাগার পাশাপাশি সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ার পরই তো যাত্রীর সঙ্গে যুক্ত হয়েছি।
শুটিং কবে হচ্ছে?
বলা যায় এখন যাত্রীর গ্রুমিং সেশন চলছে। গল্প নিয়েও কাজ চলছে। আমার চরিত্রটা বুঝে নিচ্ছি। পরিচালক জানিয়েছেন শীতকালের বেশ কিছু সিকুয়েন্স রয়েছে। তাই শুটিংয়ের জন্য পুরোপুরি শীতকাল দরকার। যতটুকু সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে।
আপনার তো কলকাতার একটি ছবিতেও কাজের কথা ছিল?
হ্যাঁ, পশ্চিমবঙ্গের একটি ছবির শুটিংয়ের কথা ছিল। এই অক্টোবরে ১০ দিন রিহার্সাল হবে। এর পর নভেম্বরে শুটিং। সেভাবেই কথা হয়েছিল। কিন্তু সেটা পিছিয়েছে, এখন শুটিং কবে হবে সেটা বলতে পারছি না। ছবিটিতে আমার সঙ্গে কে, পরিচালককে তার কিছুই আমি জানাতে পারব না। সময় হলে ওরাই সব জানাবে বলেছে। এভাবেই চুক্তি করা।
আরিফিন শুভর সঙ্গে আপনার অভিনীত ‘নূর’ ছবিটি মুক্তি পাচ্ছে না। কেন আটকে রয়েছে জানেন?
এসব টেকনিক্যাল বিষয়গুলো আমি তেমন জানি না। মিশন এক্সট্রিম দিয়ে শুভ ভাইয়ের সঙ্গে আমার সিনেমায় অভিষেক হয়েছে। সেটা ছিল পুলিশি থ্রিলার ছবি। নূর পুরোপুরি রোমান্টিক থ্রিলার গল্পের ছবি। পরিচালনা করেছেন রায়হান রাফী ভাই। তিনি তো এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নির্মাতা। আমার বিশ্বাস, শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।
এদিকে হুট করে সিনেমার বাইরে আরিফিন শুভর সংসার ভাঙার ইস্যু নিয়ে আপনি চর্চায় এলেন…
বিষয়টি নিয়ে আমিও বেশ বিব্রত হচ্ছি। আমাকে জড়িয়ে শুভ ভাইয়ের সংসার ভাঙা, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে এভাবে নিউজ হবে কখনও তা আশা করিনি। খেয়াল করে দেখবেন, যে নিউজগুলো হচ্ছে তার ভেতরে কিন্তু বেশ ভালো ভালো কথাই রয়েছে। কিন্তু শিরোনামে টাচি ও ক্লিকবেইটের জন্য শুভ ভাইয়ের সংসার ভাঙা ও প্রেম বিষয়গুলো হাইলাইট করেছে। এভাবে আমাকে নিয়ে আলোচনা হোক, তা আমি চাই না। আলোচনা থাকলে তো কত কিছু নিয়েই আলোচনায় থাকতে পারি। আমার আলোচনায় থাকার ইচ্ছে নেই। আমি কাজের বাইরে অন্য কিছু নিয়ে আলোচনা থাকতে চাই না।
কিন্তু আপনি তো শুভর সঙ্গে প্রেম ও তাঁর বিয়ে বিচ্ছেদ এসব নিয়ে কথা বলেছেন…
হ্যাঁ, এক সাংবাদিক ভাইয়া আমাকে ফোন দিয়ে বিষয়গুলো জানতে চাইছেন। আমি তাঁর সঙ্গে আমার কাজের বিষয়ে কথা বলেছি। যখন তিনি শুভ ভাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চেয়েছেন তখন আমি বলেছি, আমাকে জড়িয়ে কথা ছড়ানো ঠিক না।। শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনোদিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও হবে না। সহশিল্পী হিসেবে আমি তাঁকে খুবই সম্মান ও পছন্দ করি। তিনি আমার মেন্টরের মতো, যা আমি আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা থেকেই বলে আসছি। এখনও বলছি।