• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • ইপেপার

‘দাম যেভাবে বাড়ছে কিছুদিন পর মাটির বানানো বিস্কুট খেতে হবে’

মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭০
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের মর্ডান মেয়ে তো কখনও গ্রামের সহজ-সরল প্রাণচঞ্চল নারী। বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের কথা।

 

ছোট পর্দার পাশাপাশি অহনা কাজ করেছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খানের বিপরীতেও। শুধু তাই নয়, সমান তালে কাজ করেছেন ওটিটি মাধ্যমেও। বলা চলে সর্বক্ষেত্রেই কাজ করে অভিনয়ের জাদুতে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। কদিন আগেই জানিয়েছিলেন অভিনয় করবেন না অহনা।

 

এদিকে এবার এই অভিনেত্রী আলোচনায় এলেন ইঙ্গিতপূর্ণ কথা দিয়ে। নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটসে লিখেন, অফার ভালো, কিন্তু সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না। খাবারের দাম যেভাবে বাড়ছে তাতে করে কিছুদিন পর মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খেতে হবে। আল্লাহ্ আমাদের সবাইকে তুমি ভালো রাখো।

 

নেটিজেনরা অহনার এই পোস্টের মানে জানার জন্য নানাভাবেই চেষ্টা করে যাচ্ছেন। এরমধ্যে একটি হলো, অফার যতো নায়িকারা-ই পায়। আমরা তো দর্শক! উত্তরে অহনা লিখেছেন, আমিও পাই নাই ভাই, তাইলেতো দর্শক হাওয়াই ভালো। কিন্তু আমি ওই দর্শক যে নাইকাদের সমালোচনা না করে নিজের ভালো মন্দ লিখবো।

 

এদিকে এই অভিনেত্রীকে এক সাক্ষাৎকারে বর্তমান ও অতীতের বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অহনা বলেন, আমার কাছে মনে হয় যে আল্লাহ একটা কাজ বন্ধ করলে ১০টা কাজের জায়গা করে দেন। আমার যেহেতু পার্লার ছিল আমার সমস্যা হবে না মিডিয়াতে কাজ না করলেও।

 

শোবিজ অঙ্গনে কাজ করা প্রসঙ্গে তিনি জানান, ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। এরপর ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করবেন।

 

কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।

 

মন ভেঙে যাওয়া নিয়ে অহনা বলেন, একবার এতো বাজেভাবে মন ভেঙেছে। এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই।

 

বর্তমান সময়ে নাটকের সিন্ডিকেট নিয়ে অহনা বলেন, আসলে বিষয়টি সবাই জানে। কিন্তু দর্শক জানে না। আমি আসলে ঘরের কথা পরের কাছে বলতে চাই না। তবে আমার সঙ্গে এমন কিছু হয়নি। প্রেমের কারণে শুধু আমার সঙ্গেই থাকতে হবে এমন কিছুই আমার সঙ্গে হয়নি এত বছরে। এর সামনেও এমনটি হওয়ার সম্ভাবনা নেই।

নামাজের সময়সূচী

    Dhaka, Bangladesh
    মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:২১ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৪৩ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:০৮ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:১২ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৩৩ অপরাহ্ণ
    এশা রাত ৭:০৩ অপরাহ্ণ

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

আবহাওয়ার খবর

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আবহাওয়ার খবর

জরুরি হটলাইন