• সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
বরগুনার আমতলীতে দুই ডাকাত আটক উপজেলা বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, গ্রেপ্তার ৫ পল্লবীতে এক নারী সাংবাদিকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার (২)। ‘ভুল চিকিৎসায়’ তরুণের মৃত্যু ৪ লাখ টাকায় দফারফা, চুক্তিপত্রের কপি ভাইরাল বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকা ১০ আসন থেকে শেখ রবিউলল আলম রবির নির্দেশে দোয়া ও ইফতার বিতরণ নিউ মার্কেট থানা, ১৮ নং ওয়ার্ড , বিএনপি, সোহরাওয়ার্দী কলেজের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটি গঠন সোহরাওয়ার্দী কলেজ শিবিরের কোরআন বিতরন ও ইফতার মাহফিল আওয়ামীলীগ সরকারের দোসর ও গাউসুল আজম মার্কেটে এর সভাপতি, আওয়ামীলীগের অর্থদাতা, অস্ত্র যোগানদাতা মোতালেব এর অন্যায় অত্যাচারের নিরীহ মানুষ অতিষ্ট। আমতলীতে আ.লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। আছিয়ার বোনের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

শাকিবের দিন দিন সুন্দর হওয়াটা মেয়েদের জন্য চাপের: শ্রাবন্তী

মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৭
শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

২০১৬ সালে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে অভিনয় করে বেশ আলোচনায় আসেন শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী। সে সময় আরও কয়েকটি ছবিতে শাকিব খান ও শ্রাবন্তীর জুটি বাঁধার কথা শোনা গেলেও তা আর হয়নি। তবে পরবর্তীতে ‘ভাইজান এলো রে’ ছবিতে ফের জুটি বেঁধে অভিনয় করেন তারা।

 

এদিকে সোমবার (১১ নভেম্বর) রাতে কলকাতা শহরের এক সেভেন স্টার হোটেলে বসেছিল চাঁদের হাট। বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে যান শাকিব খান। উপলক্ষ্য ছিলো এসকে মুভিজের একসঙ্গে ১৮টি আসন্ন ছবির লঞ্চ। যার অন্যতম শাকিব খানের ‘দরদ’। দুলু মিয়া হয়ে আগামী ১৫ নভেম্বর রুপালি পর্দায় ধরা দেবেন তিনি, যেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান।

 

সেই আয়োজনেই হাজির হয়েছিলেন কলকাতার নামিদামি তারকারা। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন এই অভিনেত্রী। শাকিব সম্পর্কে তার ধারণা কী? এ বিষয়ে এই অভিনেত্রী অকপটে জানালেন শাকিব নাকি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন, আর এটাই নাকি মেয়েদের জন্য চাপ হয়ে যাচ্ছে। মানে শাকিবের প্রতি মেয়েদের আকর্ষণ ক্রমেই বাড়ছে বলেই তার মন্তব্য।

 

শাকিবের দিন দিন সুন্দর হওয়াটা মেয়েদের জন্য চাপের: শ্রাবন্তী

 

এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, শাকিব খানের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। আমরা সর্বশেষ করেছিলাম ভাইজান এলো রে… শাকিবের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। শাকিব দিনকে দিন আরও সুন্দর হয়ে যাচ্ছে। মেয়েদের জন্য এটা সত্যিই চাপ।

 

শুধু শ্রাবন্তীই নন, আরো অনেকেই এদিন শাকিবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। শাকিবের পাশে পাওয়া গেছে সৌমিতৃষাকে। কালো স্লিভলেস টপ আর শিমারি জ্যাকেট আর শর্টসে আবেদনময়ী লুকে নিজেকে মেলে ধরলেন মিঠাই রাণী। অনুষ্ঠানের ফাঁকে জমে ওঠে দুজনের আড্ডা, ক্যামেরার সামনে দুজনের রসায়ন দেখেই স্পষ্ট এটা তাদের প্রথম আলাপ নয়। এসময় শাকিব-সৌমিতৃষা কি খুব শিগগির পর্দায় জুটি বাঁধবে? প্রশ্ন ছুড়তে দেরি করেনি সংবাদমাধ্যম।

 

সৌমিতৃষাকে তিনি স্পষ্ট বলেন, এখানকার অনেক অভিনেত্রীকেই ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করেন। নিশ্চয় আমরা একসঙ্গে কাজ করব।

 

এদিকে অনন্য মামুন পরিচালিত, শাকিব খান অভিনীত ‘দরদ’ ছবিটি মুক্তি পেয়েছে শুকবার (১৫ নভেম্বর)। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

 

পরিচালক অনন্য মামুন বলেন, দেশের ৮৩ হলে মুক্তি দেওয়া হয়েছে ‘দরদ’। সেই সঙ্গে বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে হতাশ হবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন