• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ: প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন শবে বরাতের নফল নামাজ ও রোজা সম্পর্কে জানুন শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ড. ইউনূস তাক্বওয়া ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান  সম্পন্ন।  বাংলাদেশ ইস্যু আমি মোদির ওপরই ছেড়ে দেবো: ডোনাল্ড ট্রাম্প রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ র‍্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশ, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শিবির করার জন্য আমরা কাউকে জোর করবো না: জাহিদুল ইসলাম

প্রকাশক / ৭২
শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, শিবির করার জন্য আমরা কাউকে জোর করবো না। আমরা শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হতে বলবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের শিখিয়ে দিয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে হবে। দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন এজে কনভেনশন হলে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্র শিবির এ ধরনের প্রেরণা নিয়ে কাজ করে এবং শিক্ষার্থীদের সহযোগী হওয়ার আহ্বান করে। কোনো শিক্ষার্থী যদি মনে করে ছাত্র শিবিরের সঙ্গে সংযুক্ত না হয়েও নৈতিক কাজগুলো করতে পারবে আমরা অবশ্যই তাদের স্বাগত জানাই।

বিশ্ববিদ্যালয় সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষা ও এইচআরএম সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী, কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক ডা. ওসামা রায়হান ও বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বক্তব্য রাখেন।

শিবির সেক্রেটারি বলেন, বাংলাদেশে যে ছাত্ররাজনীতি চর্চা হয় সেটি অত্যন্ত নোংরা। আপনি বিশ্বের কোনো দেশে এমন রাজনীতি পাবেন না। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে হল দখল, র‍্যাগিং কালচার, সিনিয়র-জুনিয়র ডোমিনেট কে বিন্দুমাত্র সমর্থন করি না।

তিনি বলেন, ১৬ বছর শিবিরকে উপস্থাপনের সুযোগ দেওয়া হয় নি। আমাদের নামে দিয়েছে অজস্র অপবাদ। তাই অনেকে আমাদের গালি দেয়। আমরা কারো গালিকে বাধা দিবো না। স্বাধীন দেশে কারও কোনো কাজে বাধা দেওয়া উচিত না। তবে আমরা অনুরোধ করছি, আমাদের কাজেও আপনারা বাধা দিবেন না। আমাদের আদর্শিক চর্চা করতে দিন, তাহলে দ্রুতই বুঝতে পারবেন আমাদের বিরুদ্ধে সমালোচনাগুলো কতোটা সত্যি এবং কতোটা অপবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন