বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে রংপুরের ভুমিকা ছিলো অনন্য। বিগত আওয়ামী ফ্যাসীবাদের সময় সবচেয়ে বেশি নিপীড়িত মানুষের অঞ্চল ছিলো মিঠাপুকুর। এখানে মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই বিপ্লবী জনপদের মানুষ কখনো আপোষ করেনি। ২৪ এর গনঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকারকে তাই রংপুরের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ আমার বাংলাদেশ পার্টি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে ফ্লাইওভার চত্বরে আয়োজিত এক জনসভায় তিনি এই দাবি করেন। মিঠাপুকুর উপজেলা আহবায়ক অধ্যাপক সহিদার রহমানের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, রংপুর জেলা আহবায়ক ও মিঠাপুকুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মারজান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, এবি পার্টি জনগণের পার্টি। আমরা সব সময় জনগণের অধিকার নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমরা উত্তরাঞ্চলের সমস্যা, সুবিধা অসুবিধা নিয়ে আমরা কাজ করছি।
তিনি বলেন, রংপুর ও মিঠাপুকুরের গণ মানুষের দাবি আমরা জেনেছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এগুলো উত্থাপন করবো। ব্যারিস্টার ফুয়াদ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিঠাপুকুরের গণমানুষের নেতা আব্দুল বাসেত মারজানের পক্ষে উপস্থিত জনতাকে ঈগল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন, এবি পার্টি দিনাজপুর জেলা আহবায়ক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, নীলফামারী জেলা আহবায়ক মাওলানা লিয়াকত আলী, কুড়িগ্রাম জেলা আহবায়ক নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।