শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রকাশক / ৩৪
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৪:১২ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ দল। দুবাইতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান শিরোপাধারীরা। ব্যাটিংয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরির পর বোলিংয়ে আগুন ঝরালেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমনরা।

Girl in a jacket

আগে ব্যাটিং করা বাংলাদেশ নির্ধারিত ওভারে ৯ উইকেটে তোলে ২২৮ রান। জবাবে ১৩ বল বাকি থাকতেই আফগানিস্তানকে ১৮৩ রানে আটকে দেয় টাইগার যুবারা। দারুণ জয়ে টুর্নামেন্টে এগিয়ে গেলেন তারা। ১০৩ রান করে ম্যাচসেরা হন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম।

ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারেই ফেরেন ওপেনার জাওয়াদ আবরার। তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিমের সঙ্গে দারুণ এক জুটিতে দলকে এগিয়ে নেন আরেক ওপেনার কালাম সিদ্দিকী। ১৪২ রানের বিশাল এই জুটি ভাঙেন আফগান স্পিনার আল্লাহ গাজানফার। ৬৬ রান করে বোল্ড হন গাজানফার। মাঝের দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের যুবারা। ছোট ছোট জুটি ভেঙে দেন আফগান বোলাররা। ততক্ষণে সেঞ্চুরি তুলে নেন আজিজুল হাকিম। দলীয় ২০৪ রানের মাথায় ফেরেন তিনিও। পরে লেজের ব্যাটারদের চেষ্টায় জয়ের মতো পুঁজি পেয়ে যায় তারা।

স্কোর বোর্ডে চ্যালেঞ্জিং পুঁজি থাকার পর বোলিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। প্রতিপক্ষের ওপেনারদের চেপে রেখে ২১ রানেই ব্রেক থ্রু এনে দেন পেসার মারুফ মৃধা। পরের দুটা জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগান যুবারা। ৪৫ রানের জুটি ভেঙে ওপেনার মাহবুব খানকে ফেরান পেসার রাফি উজ্জামান রাফি। এরপর তৃতীয় উইকেটে হওয়া ৫০ রানের জুটি ভেঙে ফয়সাল খানকে ফেরান আল ফাহাদ। মিডল অর্ডারে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানরা। শেষ পর্যন্ত সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করে টাইগার যুবারা।

নামাজের সময়সূচী

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০৫
    সূর্যোদয়ভোর ৬:২৭
    যোহরদুপুর ১১:৫০
    আছরবিকাল ২:৫১
    মাগরিবসন্ধ্যা ৫:১২
    এশা রাত ৬:৪২

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

আবহাওয়ার খবর

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আবহাওয়ার খবর

জরুরি হটলাইন

সার্বিক সহযোগিতায় : শিমুল হুসাইন