ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হাজির হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) বিকেলে প্রণয় ভার্মা মন্ত্রণালয়ের তলবে সাড়া দিয়ে হাজির হয়েছেন।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গতকাল সংগঠিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা ও সহিংসতার প্রতিবাদে তাকে তলব করেছে বাংলাদেশ।
জানা গেছে, বিকেল চারটার দিকে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে।
প্রসঙ্গত কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের মাত্র তিন দিনের ব্যবধানে আগরতলায় সহকারি হাইকমিশনে গতকাল আবারো হামলা চালানো হয়েছে। এ সময় জাতীয় পতাকাসহ হাইকমিশনের আসবাবপত্র পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত দফায় দফায় প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও রাজনীতিক দল।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে আজ দুপুরে জানা গেছে, গতকালের হামলার ঘটনায় ৭ ভারতীয়কে আটক করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে হামলার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন উপ-পুলিশ সুপারকে প্রত্যাহারসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।