• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
বেনাপোলে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা, রহস্যে মোড়া রঘুনাথপুরের ট্র্যাজেডি বগুড়ায় ডিবি বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সক্রিয় সদস্য মুইন হাসান সাজিদ বগুড়া হতে গ্রেফতার। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আশ্রয়ে সন্ত্রাসী পিচ্চি সবুজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে পাংশা উপজেলা বিএপির পতাকা উত্তোলন নিজ বাড়িতে ফিরতে চান বাবুল ভারত থেকে ফেরত দিল নারী,শিশু সহ ৩৬ জন বাংলাদেশি’কে  অনলাইন পেজের ছলে প্রতারণা, বেনাপোল ট্যাগই বিশ্বাসের হাতিয়ার জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৮, বরিশাল। আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যা মামলার আরো একজনকে আটক করেছে র‌্যাব-৮ শার্শায় জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে বৃত্তিবারিপোতা জামে মসজিদের উদ্বোধন 

আইনজীবী সাইফুল হত্যা প্রধান আসামি গ্রেপ্তার হলেন যেভাবে

মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৪
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।

চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল তার।

ওসি মো. শাহিন মিয়া বলেন, ‌‘চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার ইচ্ছা ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবেন। এরই মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করি।’

আইনজীবী হত্যার ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল বলে জানান মো. শাহিন। তিনি বলেন, ‘ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। অবশেষে বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন।এ খবরে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। এর পর রাত ১১টার দিকে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, বর্তমানে চন্দনকে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ চট্টগ্রাম থেকে আসলেই তাকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ১নং আসামি চন্দন।

এ মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন