• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
আটকের পর ডিবি কার্যালয়ে শাওন বাউফলে ভেঙে ফেলা হলো শহীদ জিয়ার ভিত্তিপ্রস্থর স্থাপনের নামফলকটি গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে ঢুকে ভাঙচুর চালাচ্ছেন শিক্ষার্থীরা লিফলেট বিতরণ না করতে অনুরোধ, আ.লীগের হাতুড়িপেটায় স্বেচ্ছাসেবক দলের আহত ৫ ছয়মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে: মান্না আপনারা না পারলে যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ১০ লাখ টাকার গরু-ছাগল লুট সাঁজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানার নিরাপত্তায় সেনাবাহিনী আমতলীতে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা

রাজবন্দি হিসেবে জেলে আছি, চোর দুর্নীতিবাজ হিসেবে না: ব্যরিস্টার সুমন

প্রকাশক / ৫৭
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

কারাগার থেকে লেখা ব্যারিস্টার সুমনের মা ও ভাই বোনদের লেখা চিঠি নিয়ে চলছে নানা আলোচনা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতের দিকে ব্যারিস্টার সুমনের যুক্তরাজ্য প্রবাসী ভাই চিঠি দু’টি তার ফেসবুকে শেয়ার দেওয়ার পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা। এরপর সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা সুমনের আরও একটি চিঠি। চিঠিতে সুমন তার স্ত্রীর প্রতি ভালোবাসা, দুঃখবোধ ও দৃঢ় মানসিকতার কথা ব্যক্ত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা-মামলায় কাশিমপুর কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ চিঠিগুলো লিখেছেন। একটি তার মায়ের উদ্দেশ্যে, অন্যটি ভাইবোন, ভগ্নিপতিদের উদ্দেশ্যে এবং স্ত্রী অ্যাডভোকেট শাম্মি আক্তারকে লিখেছেন আরেকটি চিঠি।

চিঠিতে তিনি কারাগারে তার অবস্থা, কীভাবে সময় কাটছে, তা উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি মায়ের জন্য দোয়া করেছেন এবং ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শেষে তিনি দ্রুত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মায়ের কাছে চিঠিতে ব্যরিস্টার সুমন লিখেছেন, ‘আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে।’

মাকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কী এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল।’

ব্যারিস্টার সুমন লিখেছেন, ‘যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই।’

এছাড়া ভাই-বোন ও ভগ্নিপতিদের উদ্দেশে অন্য চিঠিতে সুমন লিখেছেন, ‘আমার জন্য চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের অসম্মান হোক, এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কী সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কীভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন? আমি পৃথিবীতে না থাকলেও আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য ভালো অভিভাবক, এমন আর কেউ হতে পারবে না।’

চিঠির শেষে তিনি আশা প্রকাশ করেছেন, ‘আল্লাহ চাইলে দেখা হবে শিগগিরই।’ স্ত্রীকে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন লিখেছেন, ‘শাম্মী, জানি অনেক কষ্ট হচ্ছে তোমার। বাচ্চাগুলোকে একা একাই সামাল দিচ্ছো খুব একটা সহযোগিতা কখনোই তোমাকে করতে পারি নাই। এ কথা চিন্তা হলে জেলে বসেও কষ্ট লাগে। আমার বিশ্বাস, আল্লাহ তোমার মঙ্গল করবেন। বাবা মারা যাওয়ার পর রবিন কিন্তু অনেক একা। ওর খেয়াল রেখো। আমি বাহিরে থাকলে হয়তো তার খেয়াল রাখতে পারতাম। চিন্তা করোনা। আল্লাহ হয়তো সব ঠিক করে দিবেন। দোয়া রইল। নিজের প্রতি খেয়াল রেখো।’

চিঠির শেষে ১৭/১২/২০২৪ তারিখ এবং কাশিমপুর কারাগার থেকে- উল্লেখ করা আছে। তবে এই চিঠিগুলো কিভাবে কারাগার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সে ব্যাপারে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই সোহাগ জানান, তার মা ও বোনেরা দেশে এবং প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন।

ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। বাবা-মায়ের ৬ সন্তানের মধ্যে তিনি সবার ছোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা) আসন থেকে সুমন সংসদ সদস্য নির্বাচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হলে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

নামাজের সময়সূচী

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৭ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১৩ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৫ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
    এশা রাত ৭:১৯ অপরাহ্ণ

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

আবহাওয়ার খবর

নগর বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আবহাওয়ার খবর

জরুরি হটলাইন