• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
বেনাপোলে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা, রহস্যে মোড়া রঘুনাথপুরের ট্র্যাজেডি বগুড়ায় ডিবি বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সক্রিয় সদস্য মুইন হাসান সাজিদ বগুড়া হতে গ্রেফতার। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আশ্রয়ে সন্ত্রাসী পিচ্চি সবুজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে পাংশা উপজেলা বিএপির পতাকা উত্তোলন নিজ বাড়িতে ফিরতে চান বাবুল ভারত থেকে ফেরত দিল নারী,শিশু সহ ৩৬ জন বাংলাদেশি’কে  অনলাইন পেজের ছলে প্রতারণা, বেনাপোল ট্যাগই বিশ্বাসের হাতিয়ার জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৮, বরিশাল। আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যা মামলার আরো একজনকে আটক করেছে র‌্যাব-৮ শার্শায় জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে বৃত্তিবারিপোতা জামে মসজিদের উদ্বোধন 

নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন মোড়!

বার্তা বিভাগ বার্তা বিভাগ / ৯৪
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক।।

প্রেমে বাধা দেওয়ার জেরে নয়, চুরি করে আনা রাজহাঁস রান্না করতে রাজি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারীকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) এ ঘটনায় দায়ের করার মামলার বাদী ও নিহত শারমিন বেগমের বড় মেয়ে রুমা আক্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রনি তার মায়ের অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে চুরি করা রাজহাঁস রান্না করে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় রনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে নৃশংসভাবে জবাই করে এবং পরে আগুনে পুড়িয়ে দেয়। এর আগেও অনেকবার অভিযুক্ত রনি হাঁস চুরি করে নিয়ে তার মাকে দিয়ে রান্না করিয়েছেন।

রুমা আক্তার আরও জানান, প্রায় ৪০ বছর ধরে রনির বাবা স্থানীয় যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার হীরাপুর গ্রামের একটি জায়গায় ঘর করে বসবাস করছিলেন তার মা শারমিন বেগম ও বাবা নুরুল ইসলাম। আগে শাহনেওয়াজের বাড়ি কাজকর্মে সহযোগিতা করতেন তার মা। এখন ভিক্ষাবৃত্তি ও মানুষের বাড়িতে কাজ করে দিনাতিপাত করতেন তিনি। ঘটনার দিন ভোরে রনি তার মায়ের অসুস্থতার কথা বলে শারমিনকে ডেকে নিয়ে যায়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভূঁইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ পান তিনি। কীসের ধোঁয়া, জানতে চাইলে সেখানে থাকা ফারহান রনি জানান যে, তিনি পাতা পোড়াচ্ছেন। তার কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাত ভাই উবায়দুল ঘরের ভেতরে কী আছে, সেটি দেখতে চান। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেন। এতে সন্দেহ হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ বের করে।

ওই নারীর পুরো শরীর পুড়ে যাওয়ায় এবং দেহে মাথা না থাকার কারণে প্রথমে লাশের লিঙ্গ নির্ধারণ করতে পারেনি পুলিশ। পোড়া হাতে চুড়ি থাকায় দেহটি প্রাথমিকভাবে নারীর বলে ধারণা করা হয়। দুপুরে মাথা উদ্ধারের পর তার পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে রনিকে আটক করা হয়। আটক ওই যুবকের দেওয়া তথ্যমতে, ঘটনাস্থলের ২০০ থেকে ৩০০ গজ দূরে পুকুরের পাশের একটি ফসলি জমি খনন করে মাটির নিচ থেকে মাথা উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, রনি মাদকাসক্ত এবং চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, এ ঘটনায় নিহত শারমিন বেগমের বড় মেয়ে রুমা আক্তার বাদী হয়ে ফারহান রনিকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি একেক সময় একেক কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন