জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বৈষম্য বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন তিনি। তার সন্তানকে নিয়ে রাজপথেও নামেন এ সংগীতশিল্পী। ৫ই আগষ্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি। এমনকি সে সময় আসিফ জানান তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন।
এরমধ্যে নিজের কথা রেখেছেন তিনি। সরকারের আলোচনা-সমালোচনা করছেন এ তারকা। তারই ধারাবাহিকতায় আজ এক ফেসবুক পোস্টে অন্তর্বতীকালীন সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।
পোস্টে তিনি লেখেন-‘অন্তর্বতীকালীন সরকারের জবাবদিহিতা এখন সময়ের দাবী। ৯টা-৫টা অফিস করে দেশ চালানো অসম্ভব। মুক্তি দিন, অথবা মুক্ত হয়ে যান।’ আসিফের কমেন্টেস বক্সে অনেকেই তার এ পোস্টকে সময়পুযোগী বলে মন্তব্য করেন।
এদিকে আসিফ বর্তমানে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। দেশে ও বিদেশে নিয়মিত কনসার্টে অংশ গ্রহন করছেন তিনি।
এছাড়া সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন গান `ইচ্ছেরা’। আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত্য মূখার্জী। গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।