ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদীর সাথে সম্পর্কিত বিল ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা নিরসন শীর্ষক প্রকল্পের ওপর শনিবার বিকেলে এক গনশুনানী হয়। ডুমুরিয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত সম্মেলন কক্ষে বিকেল ৪ টায় অনুষ্ঠিত ওই গণশুনানীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব অব্দুল্লাহ আল আরিফ। বিশেষ অতিথি ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব মাকসুদা ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম আব্দুর মোমিন বাংলাদেশ কৃষি উন্নযন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাসার, চেয়ারম্যান মনোজিৎ বালা, প্রভাষক মহাসীন হোসেন, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, সেলিম আক্তার স্বপন, সমকাল প্রতিনিধি এম এ এরশাদ, প্রদত্ত মল্লিক, এড. আলমগীর হোসেন প্রমুখ।