বিপিএলকে ঘিরে যতগুলো অভিযোগ থাকে তার মধ্যে অন্যতম মিরপুরের মাঠে রান না পাওয়া। প্রায় প্রতিটি আসরেই এমন অভিযোগ শোনা যায়। তবে এবারের বিপিএলের শুরুটা যেন ভিন্ন ভাবে হলো। একাদশ আসরের উদ্বোধনী ম্যাচেই দেখা মিলল দুইশত (১৯৭) রানের ইনিংস। প্রথম ম্যাচেই দীর্ঘ দিন পর টুর্নামেন্টে ফেরা দুর্বার রাজশাহী করে ১৯৭ রান।
দলীয় অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বির ব্যাটে ভর করে বড় এই সংগ্রহ করে রাজশাহী। দুজনেই পেয়েছেন ফিফটি। জোড়া ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ১৯৮ রানের টার্গেট দেয় রাজশাহী। শুরুতে বরিশালের জন্য বেশ চ্যালেঞ্জিংও ছিল টার্গেটটি। তবে মিডল অর্ডারে দলটির অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানি তারকা ফাহিম আশরাফের তাণ্ডবে সহজেই পৌঁছে যায় সে লক্ষ্যে। দুইজনই তুলে নিয়েছেন অর্ধশকত।