• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
বেনাপোলে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা, রহস্যে মোড়া রঘুনাথপুরের ট্র্যাজেডি বগুড়ায় ডিবি বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সক্রিয় সদস্য মুইন হাসান সাজিদ বগুড়া হতে গ্রেফতার। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আশ্রয়ে সন্ত্রাসী পিচ্চি সবুজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে পাংশা উপজেলা বিএপির পতাকা উত্তোলন নিজ বাড়িতে ফিরতে চান বাবুল ভারত থেকে ফেরত দিল নারী,শিশু সহ ৩৬ জন বাংলাদেশি’কে  অনলাইন পেজের ছলে প্রতারণা, বেনাপোল ট্যাগই বিশ্বাসের হাতিয়ার জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৮, বরিশাল। আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যা মামলার আরো একজনকে আটক করেছে র‌্যাব-৮ শার্শায় জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে বৃত্তিবারিপোতা জামে মসজিদের উদ্বোধন 

শিক্ষার জন্য ৭ দিন হলেও কারাগারে থাকা উচিত’, আরো যা বললেন পলক

প্রকাশক / ১১৪
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, জেল জীবন মারাত্মক। জীবনে শিক্ষার জন্য সাত দিন হলেও কারাগারে থাকা উচিত। আমি যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনো এই কথা বলব।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী ও পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

এদিন বেলা ১০টা ৫৮ মিনিটে আদালতের হাজতখানা থেকে পলককে বের করা হয়। এ সময় তাকে হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়েছিল।

হেঁটে আদালতে যাওয়ার পথে পলক বলেন, ‘মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য ইনশাআল্লাহ।’ পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতের কাঠগড়ায় তোলা হয়।

কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমাকে তো নিয়মিত আদালতে আসা লাগে। তবে যেদিন আসা লাগে না। সেদিন কারাগারে হাঁটতে বের হলে জেলের বন্দিরা আমাকে উদ্দেশ্য করে বলে, ভাই আজকে আপনার অফিস নেই। আদালতে হাজিরা নিয়ে তারা মজা করে।

আদালতকে তারা আমার অফিস ভাবে।’
নিজের ব্যক্তিগত আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা কথা বললেই তো রিমান্ডের পরিমাণ বেড়ে যায়। তারা তো (রাষ্ট্রপক্ষ) বলেছে, রিমান্ড তো শুরু। তাই কথা বলার দরকার নেই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

পরে তিনি কাঠগড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে একাধিকবার সালাম দেন। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি হাসতে হাসতে তার সালামের উত্তর দেন। এরপর পলক বলেন, ‘যাক এইবার পিপি স্যারের মন নরম হয়েছে।’ তবে এ সময় বিচারক এজলাসে ছিলেন না।

পরে বেলা ১১টা ১০ মিনিটে এজলাসে ওঠেন বিচারক। পরে রিয়াজ হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমণ্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন