• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
  • ইপেপার

তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দেয়া ভুয়া ব্যারিস্টার গ্রেপ্তার

মুহাম্মাদ শিমুল হুসাইন / ২৫
বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে দলীয় পদ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রতারকের নাম শামীম রহমান (৩৩)। তিনি বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিলু মিয়ার ছেলে। তিনি এসএসসি ফেল করেও নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, বাদী হারুন-উর রশিদ গত ২ জুলাই বগুড়া সদর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। কিছুদিন আগে ঢাকার বিএনপি কার্যালয়ের সামনে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ওই ব্যক্তি নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে জানান, তিনি ঢাকায় থাকেন এবং দলের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ আছে। তিনি দলীয় পদ-পদবী দিতে পারবেন বলে আশ্বাস দেন। পরে ২২ জুন বিকেল সাড়ে ৫টায় ফোন দিয়ে হারুনসহ তার সঙ্গীদের বগুড়া শহরের মম-ইন কফি শপের সামনে যেতে বলেন।

সেখানে দেখা করে তিনি একজনের কাছে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেয়ার নামে ২ লাখ টাকা এবং হারুনের কাছে জেলা যুবদলের পদ দেয়ার নামে ১ লাখ টাকা দাবি করেন। আলাপচারিতার একপর্যায়ে তাকে মোট ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন। পরবর্তীতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে তারা জানতে পারেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন কোনো আত্মীয় নেই এবং ওই নম্বরধারী ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় একই কৌশলে প্রতারণা করে আসছেন। কখনো নেতা-কর্মীদের, আবার কখনো প্রশাসনের কর্মকর্তাদের ফোন ও মেসেজ দিয়ে পদ-পোস্টিংয়ের আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন তিনি।

 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন