জামালপুর-৩ আসনের দুটি থানা মেলান্দহ ও মাদারগঞ্জ। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান বাবুলের জনপ্রিয়তা সর্বাধিক।বিগত ১৭বছরে ক্ষমাসীন সৈরাচারের আমলে নির্যাতিত,জেইল,জুলুম হওয়া তৃণমূলের নেতা-কর্মীদের খোজ খবর নেওয়া থেকে শুরু করে তাদের কে নিজ দায়িত্বে যতটুকু সম্ভব মানসিক,আর্থিকভাবে সবসময় সাহায্য সহোযোগিতা ও খোজ খবর নিয়েছেন।শুধু তাই নয় তার নির্বাচনি এলাকার সকল হত দরিদ্র জনগণের পাশে সবসময় থেকেছেন।তার একটায় লক্ষ্য জনগণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবেন।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র নির্বাহী সহ সম্পাদক এবং ৯০এর এরশাদ বিরোধী সৈরশাষক ছাত্র আন্দোলনের প্রধান রুপকার ছিলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের জন্য যা করেছেন পুরো বাংলাদেশে এমন একজন খুজে পাওয়া দুষ্কর।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা ও জনগণ কি চাচ্ছে এই তথ্য সংগ্রহ কালে নগর বার্তার জামালপুর জেলা প্রতিনিধির কাছে জামালপুর ৩ আসনের দুটি থানার (মেলান্দহ-মাদারগঞ্জ) সাধারণ জনগণের মতামত সংগ্রহের সময় তারা বলেন- আমাগো আশা ভরশা একজনই সে আঙ্গর বাবুল ভাই।আর আমরাও তারে এইবার সবাই মিল্লা ভুট দিয়া সংসদে পাঠামু আল্লাহ বাচাই রাখলে।