জুলাই নামে চালায় দিলে চেলচেলায় চলে যাবে এসব আর ভাবিয়েন না

গোপালগঞ্জে বুধবারের জনসভা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনসিপির নেতাকর্মীরা। এর পরই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নেতাকর্মীদের অনেকেই গোপালগঞ্জের দিকে আসার আহ্বান জানান।
তবে এই ডাকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই যোদ্ধা ফারজানা সিঁথি। তিনি এনসিপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে ‘গোপালগঞ্জে আসেন’ এমন অনুরোধ যে রাজনৈতিক অনুরোধ, তা উল্লেখ করার জন্য।
ফারজানা সিঁথি নিজের ফেসবুকে লিখেছেন, ‘‘যারা ‘সবাই গোপালগঞ্জ আসেন’ ডাক দিলেন তারা কাদের ডাকলেন এনসিপিকে, নাকি জুলাইয়ে বিপ্লবীদের? আজকে কি জুলাই রিমেইক করতে গেছিলেন নাকি ফাপড়ের রাজনীতি প্রতিষ্ঠায় গেছিলেন? জুলাই বেইচা দল গঠনের মতো। আবার ব্লকেড ডাক দিছেন নাকি! কেন সরকার, প্রশাসন আপনাদের রেস্কিউ করে না?’’
সিঁথি প্রশ্ন তুলে বললেন, ‘‘নাকি মন ভরল না হাসিনা স্টাইলে গুলি চলল না বলে? স্থানীয় ভিন্ন দলীয় লোকজনও তো আপনাদের জন্য আগায় আসলো।
ভোট চাইতে গিয়ে জুলাই নামে চালায় দিয়ে সবাই যাবে না উল্লেখ করে সিঁথি বলেন, ‘জুলাই আপনাদের গোপালগঞ্জ রাজনৈতিক জনসংযোগের নামে ভেকু দিয়ে আরেক বেটার নিজের এলাকায় গিয়ে তার কবর খুঁড়তে আসে নাই। জুলাই নামে চালায় দিলে চেলচেলায় চলে যাবে এসব আর ভাবিয়েন না। জুলাই কারো বাপের না যে ভোট চাইতে কেচালে গিয়ে জুলাই ডাক দেবেন।
ফারজানা সিঁথি কোটা সংস্কার আন্দোলনের সময় বেশ কয়েকবার আলোচনায় এসেছিলেন, বিশেষ করে একজন সেনা কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে। এরপর তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার কারণে ভাইরাল হতে দেখা যায়। ফারজানা সিঁথি জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ‘ইচ্ছে করে’ গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন।