জামালপুরের মাদারগঞ্জ এবং মেলান্দহের জনগণের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল, জনগণের ভালোবাসার একমাত্র কেন্দ্রবিন্দু, যার হাসিতে হাসে পুরো মাদারগঞ্জ মেলান্দহের সাধারণ জনগন তিনি আর কেউ নন ৯০দশকে এরশাদ বিরোধী স্বৈরশাষক ছাত্র আন্দোলনের প্রধান রুপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালপুর ৩ আসনের ধানের শীষের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি এমন একজন ব্যাক্তি যিনি চিন্তা করেন সাধারণ জনগণের জন্য,যিনি সবসময় নিজেকে নিয়োজিত রাখেন সাধারণ মানুষের দু:ক্ষ দূর্দশায়,যিনি নিজের পরিবার পরিজন ছেড়ে শুধুমাত্র রাজপথে নেমেছেন দেশ ও জনগণের ভালোবাসা অর্জনের জন্য।মেলান্দহ-মাদারগঞ্জ এই দুটি থানার সাধারণ মানুষের কাছে তিনি এক মানবতার ফেরিওলা ত বটেই সাথে শ্রদ্ধা এবং ভালোবাসার এক ব্যাক্তিত্ব।
নগরবার্তার জামালপুর জেলা প্রতিনিধির এক সাক্ষাৎকারে তিনি জানান যে:- আমার ক্ষমতার প্রয়োজন শুধুমাত্র জনগণের জন্য ভালো কিছু করতে পারি।আমি এমপি হতে চাই আমার এই দুই উপজেলার মানুষদের দু:ক্ষ লাঘব করার জন্য।আমি আমার বা আমার পরিবারের জন্য রাজনীতি করিনা।আমার একটায় চাওয়া, আমার জানাযায় যেনো মানুষ হয় অনেক,আমি যেনো মানুষের ভালোবাসা নিয়ে এই দুনিয়া ছেড়ে যেতে পারি।