জামালপুরের মাদারগঞ্জে মির্জা কাশেম নুরন্নাহার মহিলা কলেজে সহকারী অধ্যাপক হিসেবে মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচূড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৩৫ নাম্বার সদস্য মোহাম্মদ আবু সায়েম এখনো বহাল রয়েছেন।২০২৪ সালের জুলাইয়ে সৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা করেছেন। শুধু তাই নয় মাদারগঞ্জে ৪ই আগস্ট ছাত্র আন্দোলন বিরোধী লাঠি মিছিলে অংশগ্রহণ করেন এবং স্লোগান দেন। তার বিরুদ্ধে কলেজে অনেক অনিয়ম এবং দূর্ণীতির অভিযোগ রয়েছে।এছাড়াও উক্ত কলেজের ছাত্র আন্দোলনে অংশগ্রহণে ছাত্রীদের অন্যায়ভাবে লাঞ্চিত করে।শুধু তাই নয় কুখ্যাত সন্ত্রাসী এবং ভূমিদস্যু,দূর্ণীতিবাজ,আওয়ামীলিগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের গুপ্ত সহকারী হিসেবেও কাজ করেছে।
তথ্য নিয়ে জানা যায়,মোহাম্মদ আবু সায়েম বর্তমানে নিজের অপকর্ম গোপন রেখে মির্জা কাশেম নুরন্নাহার মহিলা কলেজের সহকারী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে উপধ্যাক্ষ হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন।বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার অবৈধ অর্থ দিয়ে সে আগের মতো দূর্ণীতির মাধ্যমে স্বার্থ উদ্ধারের চেস্টায় রয়েছেন।
নগরবার্তা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি তার বিরুদ্ধে তথ্য সংগ্রকালে আরও জানতে পারেন যে,তিনি বিপুল পরিমাণে কলেজে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এবং দলীয় ক্ষমতা অপব্যবহার করে তার নিজ এলাকা বিলেতটঙ্গীতে অনেক অসহায় পরিবারকে নিস্ব করে দিয়েছেন।