• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
আমতলী পৌর যুবলীগ সভাপতিসহ তিনজন গ্রেপ্তার! সাংবিধানিক বা আইনগতভাবে এ সরকারের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন বিএনপির পক্ষে, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে এনসিপি: তাসনিম খলিল রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব এবারও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল আমতলীতে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থানায় অভিযোগ। আমতলীতে চাদা না দেয়ায় ৬ জনকে কুপিয়ে আহত। অপারেশন ডেভিল হান্ট, আমতলীতে আ লীগ নেতা গ্রেফতার।

প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি করি

মুহাম্মাদ শিমুল হুসাইন / ১১৬
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে।গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ।

এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আস্ফালন করে বলেন, এক মাঘে শীত যায় না।প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি।

ঘন ঘন আপা আপা করে তরুণটি জানান, আপা, দেশের অবস্থা খুবই খারাপ। যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না। গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে ৬ জনকে এরেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী।

আপনার জন্মদিনে বঙ্গবন্ধু কলেজে কেক কাটব যখন, তখনই ওসি এসে হাজির।নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায়। মিছিল করলেই এরেস্ট করে। শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্রদলের আর একজন শিবিরের।

গোপালগঞ্জে দিকনির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেয়ার কথা বললে শেখ হাসিনা বলেন, যার যার এলাকায় কাজ করো।আমি কাল বাংলাদেশে কথা বললাম।এনএসআই, ডিজিএফআই, র‌্যাবকে বলে দিয়েছে, আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, সম্ভাব্য এমপি হবে, মেয়র, কাউন্সিলার, চেয়ারম্যান সবার আত্মীয় স্বজনকে এরেস্ট করতে হবে।

তরুণটি বলেন, জোর করে ৭৫ পরবর্তী সময়ের মতো দলে নেয়ার চেষ্টা চলছে। শেখ হাসিনা বলেন, ওসির নাম কি? বাড়ি কোথায়? কত সালে চাকরিতে জয়েন করেছে? বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো। আরো যারা ছাত্রলীগ-আওয়ামী লীগের উপর অন্যায় করতে তাদের তালিকা তৈরি করে রাখো।আমার কাছে পাঠাও।বলো যে এক মাঘে শীত যায় না।

শেখ হাসিনা বলেন, এই সরকার আর একমাস চালাতে পারবে না।জামাত কয়দিন থাকবে? আমি প্রত্যেকটার হিসাব নেব। পুলিশের জন্য আমি ১৫ বছরে কি না করেছি? আমির ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে, তাদের প্রত্যেক সেই হিসাব দিতে হবে।প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন