• বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:

ওড়না সরে গেলেই বাবা মারতেন উরফিকে

মুহাম্মাদ শিমুল হুসাইন / ৩০
বুধবার, ৭ মে, ২০২৫

ভারতের ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল উরফি জাভেদ আলোচিত তার পোশাকের কারণে।  উদ্ভট সকল পোশাক নিয়ে নিয়মিত সংবাদের শিরোনাম হন। শুধু ভারতীয় নয়, উপমহাদেশে তার পরিচিতি ছড়িয়ে পড়েছে শুধু পোশাকের কারণে।

অথচ এই উরফি একটা সময় পোশাক নিয়ে থাকতেন বাধা-ধরার আয়ত্তে।

তার পোশাক নিয়ে পরিবার থেকে ছিল কড়াকড়ি নিয়ম। কিন্তু একটা সময় কড়া শাসনে থাকা এই উরফির পোশাকে কেন এত পরিবর্তন, তা এবার নিজেই জানালেন।
 
কয়েকদিন আগে এক পডকাস্ট শো-তে উরফি জাভেদ জানিয়েছেন, পাঞ্জাবের মেয়ে তিনি, ছোট থেকেই দারুণ কড়া শাসনে বড় হয়েছেন। খোলামেলা পোশাক তো দূরের কথা, রীতিমতো গলাবন্ধ থাকে এমন পোশাক পরতে হতো তাকে,নিতে হতো ওড়না।

এও জানিয়েছেন, ওড়না একটু সরে গেলেই তার বাবা তার ওপর অত্যাচার করতেন। 

এরপর থেকেই স্বাধীন হওয়ার একটা বোধ, চেতনা জায়গা করে নেয় উরফির মনে। তিনি চান স্বাধীনভাবে বাঁচতে, নিজের ইচ্ছে মতো পোশাক পরতে। শুধু তাই নয়, এরপর এক বিস্ফোরক কথা বলে ফেলেন এই ভাইরাল কন্যা।

 

উরফি বলেন, ‘কোনো বাঁধাতে জড়িয়ে থাকতে চাই না। নিজের শরীর ও মন খোলা লাগে আমার। তাই বেশিরভাগ সময় আমি অন্তর্বাস পরি না। অন্তর্বাস পড়লে নিজেকে পরাধীন লাগে। এটা একেবারেই আমার চয়েস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন