• সোমবার, ২৬ মে ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যা মামলার আরো একজনকে আটক করেছে র‌্যাব-৮ শার্শায় জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে বৃত্তিবারিপোতা জামে মসজিদের উদ্বোধন  বাদী বনাম বিবাদী’লেখাটিতে ফুটে উঠেছে একজন মানবিক ওসির গল্প। শার্শায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু যশোরের শার্শায় তক্ষকসহ  আটক-২ ৬ বছরেও প্রত্যাহার হয়নি ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদ মোস্তফার ৬ মামলা ভারতের পেট্রাপোলে দু’দেশের বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত। বেনাপোলে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ০১ আজ বিশ্ব মা দিবস। ওড়না সরে গেলেই বাবা মারতেন উরফিকে

বাদী বনাম বিবাদী’লেখাটিতে ফুটে উঠেছে একজন মানবিক ওসির গল্প।

বার্তা বিভাগ মিরাজুল ইসলাম / ৬১
শুক্রবার, ২৩ মে, ২০২৫

নগর বার্তা ডেক্স।।

বাদী বনাম বিবাদী‼️
সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক পক্ষ নিতেই হবে❣️
একজন পুলিশ অফিসারের।
বিরোধী পক্ষের কাছে সেই অফিসার একজন খারাপ অফিসার হিসেবে পরিচিতি পাবে এটাই সাভাবিক‼️
তবে আমি বলবো আমার দেখা আমতলী থানায় অন্যতম একজন, মানবিক,বিচক্ষণ, সাদামনের দক্ষ পুলিশ অফিসার পেয়েছি।
যার সেবার দরজা ২৪ ঘন্টাই উম্মুক্ত।
কোন মাধ্যম নয় আমতলী উপজেলাবাসী
তাদের যে কোন সমস্যার কথা সরাসরি ওসির টেবিলে গিয়েই জানাতে পারেন।
এবং এই মানবিক অফিসার তাৎক্ষণিকভাবে আন্তরিকতা ও দক্ষতার সাথে জনসাধারণের সমাধান যোগ্য সমস্যার সমাধান দিয়ে থাকেন।সমাধান অযোগ্য বিষয়গুলো মামলা নিয়ে আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছেন।

একজন সংবাদকর্মী হিসেবে বিভিন্ন তথ্যের কাজে থানায় প্রায়ই যেতে হয়,,ঘেটেঘুটে দেখলাম ওসি আরিফুল ইসলাম আমতলী থানায় যোগদানের পর থেকেই মামলার হার কমতে থাকে।
পুর্বের তুলোনায় আমতলী থানায় মামলার হার ৩০% এ এসেছে।
যেখানে পুর্বে মামলার হার ৭০/৮০ % ছিলো।।
একদিন এক বিশেষ আলোচনায় তিনি বলেছিলেন,, অহেতুক মিথ্যা মামলা দিয়ে জনগনকে হয়রানি করা আমার কাছে অপছন্দনীয় একটি অধ্যায়।।
বলেছিলেন আমতলীর সবাই আমার ভাই, বোন।
অতএব আমি চাইনা ভাইয়ে ভাইয়ে দাঙ্গামা হাঙ্গামা কিংবা সংঘাত সৃষ্টি করে দিতে।
অবশ্য এটা বলার পিছনেও এক গোপন রহস্য আছে -তার পিতার চাকরির সুবাধে আমাদের ওসি সাহেব আমতলী আরমান খোরশেদ(এ.কে) পাইলট হাই স্কুলেরই একজন মেধাবী ছাত্র ছিলেন ❣️❣️🌿।
তার বুলন্দ কৈশোর আর শৈশব যেন মিশে আছে এই আমার আমতলীর ধুলোমাটির সাথে।

কি ভাবছেন পুলিশকে তেল দিচ্ছি কিংবা কোন উদ্দেশ্য হাসিলের জন্য একজন পুলিশ অফিসারের পক্ষ নিয়েছি!!!
বেরিয়ে আসুন এসব ভুলভাল ভাবনা থেকে_👍
আমি বরাবরই সৎ, আদর্শবান পুলিশ অফিসার/ উর্ধতন কর্মকর্তা কিংবা সদস্যদের পক্ষে অবস্থান নিয়েছি।
আমারা বাঙ্গালী একজন ভালোকিছু করুক ২০ জন টেনে ধরবেন ব্যাক্তিগত প্রতিহিংসা বা কোন অসৎ উদ্দেশ্যে।
অনেক ক্ষেত্রে আদর্শবান পুলিশরাও ভুল করে।
তারজন্যও আমরা দায়ী,, অমুক নেতা তমুক নেতা ফোন দিবে, আবার কেউ কেউ উর্ধতন কর্মকর্তাদের, চাচা,মামা,খালা, ফুফু ফাফা, চাচার চাচা, হ্যাং ত্যাং কত কি,, অসহায় অফিসার অনিচ্ছায়,, উপর মহলের চাপে ভুল করতে বাধ্য হয়।
কি আর করার নিরুপায় বেচারা😢❣️👍

🤎🥀🥀🖤

নিম্নে পুলিশ নিয়ে আমার লেখা ২০১৮ সালের একটি লেখা সংযুক্ত করে দিলাম।।। ভাবনা চিন্তাটা নেগেটিভ নয় পজেটিভ ভাবতে শিখুন।।

সংযুক্ত।

#২০১৮

পুলিশ আপনার আমার শত্রু নয়! পুলিশকে গালি দেওয়া, ঘৃণা করা কিংবা সমালোচনা করা কোন সুনাগরিকের কাজ হতে পারে না।।

পুলিশ আপনার আমার করোরই শত্রু নয়, তবে কেন আজ জনসাধারণের পুলিশের প্রতি আস্থা নেই??
পুলিশ সদস্যরা দেশ ও জনগনের সেবায় জীবনের মায়া ত্যাগ করে আত্ননিয়োগ করেও কেন আজ তারা আপানার আমার চোখে ঘৃনার পাত্র?
রোদ ঝর বৃষ্টিতে সোনা দেহটাকে পুরে কয়লা হয়ে গেছে।একটু ভেবে দেখুন তো এই কনকনে শিতের রাতে আপনি আমি ঠিকই আরমছে ঘুমাচ্ছি লেপ কিংবা কম্বল গায়ে জরিয়ে, আর আপনার আমার পরম বন্ধু পুলিশ বিছানায় না গিয়ে, আপনার আমার নিরাপত্তায় রাত্রি জেগে পাহারা দিয়ে যাচ্ছেন। যে কোন দুর্যোগে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে সবার আগে পুলিশ,, এতো হাড়ভাঙ্গা পরিশ্রম করেও,
কেন আজ তারা গালির পাত্র?
তবে হ্যা পুলিশের প্রতি আপনার আমার ঘৃনা,গালি,ভুল ধারনা হওয়ার পিছেনে কিছু অসাধু পুলিশ সদস্যরাই দায়ী।।
যে অসাধু পুলিশ সদস্যের কারনে আজ গোটা পুলিশ ডিপার্টমেন্ট আপনার আমার কাছে ঘৃনা ও গালির পত্র।
তবে হ্যা এটা ভুল, আমরা অন্যায় করতেছি।
আজ থেকে আমরা সচেতন হই কোন পুলিশ সদস্য কোন প্রকার অন্যায় করলে।
পুলিশ সদর দপ্তরে তাতক্ষনিক জানানোটাই একজন সুনাগরিক হিসেবে আপনার আমার দায়ীত্ব। গালি দেওয়া কিংবা ঘৃণা ও সমালোচনা করা কোন সু নাগরিকের কাজ হতে পারেনা।
কোন ভাবেই আমাদের সেবক, আমাদের আস্থা, আমাদের বন্ধু পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্কিত হতে দিবোনা।
আজ থেকেই হোক আমাদের পরিবর্তন।
যারা জীবনের মায়া ত্যাগ করেও আমাদের সেবায় নিয়োজিত।
নিশাচর প্রানির মত রাত কে ভোর করে যারা আপনার আমার জানমালের নিরাত্তা দিচ্ছে, তাদের আমরা আর ঘৃনা কিংবা গালি দিবোনা,
এটাই হোক আমাদের অঙ্গিকার।

উৎসর্গ : বাংলাদেশ পুলিশ।।

লেখাটি সাংবাদিক মৃধা বেলাল এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন