• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:

চালককে হত্যা করে অটোরিকশার ব্যাটারি ছিনতাই

মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৯
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশার ব্যাটারি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলতী এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অটোরিকশাচালকের নাম মঈন উদ্দিন। তিনি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজির ছেলে।

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের বাবা নাছির উদ্দীন মিয়াজি বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে একটা ফোন পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় আশপাশে খোঁজাখুঁজি করি। আজ সকালে ধনারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে। পুলিশের গাড়িতে করে সেখানে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পড়ে আছে।

ওসি সালেহ আহমেদ বলেন, শনিবার সকালে খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালের পাড়ে ১৫/১৬ বছর বয়সী এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরা অবস্থায় ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। নিহতের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে ব্যাটারি পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন