• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
  • ইপেপার
শিরোনাম:
আমতলী পৌর যুবলীগ সভাপতিসহ তিনজন গ্রেপ্তার! সাংবিধানিক বা আইনগতভাবে এ সরকারের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন বিএনপির পক্ষে, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে এনসিপি: তাসনিম খলিল রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব এবারও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল আমতলীতে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থানায় অভিযোগ। আমতলীতে চাদা না দেয়ায় ৬ জনকে কুপিয়ে আহত। অপারেশন ডেভিল হান্ট, আমতলীতে আ লীগ নেতা গ্রেফতার।

ক্রমান্বয়ে কমিয়ে এনে ভ‍্যাট ব‍্যবস্থা বিলুপ্ত করুন; সেবা ও পন্যের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করুন – এবি পার্টি

প্রকাশক / ৬৭
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

অর্থনীতির তথ‍্য-উপাত্ত সংশোধন করে ব‍্যয় সংকোচনের নীতি বাস্তবায়ন করেন

কোন অংশীজনের সাথে পরার্মশ না করে গত সপ্তাহে প্রজ্ঞাপন জারী করে ৬৫ টি পন্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে অন‍্যায‍্য এবং অদূরদর্শী বলে মন্তব‍্য করেছে এবি পার্টি। সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, যে সময় আওয়ামী লুটেরাদের ধ্বংস করে দেয়া অর্থনীতি পুনরুদ্ধারের আয়োজন চলছে, সে সময়ে মধ‍্য ও নিম্নবিত্ত স্বল্প আয়ের নাগরিকদের ওপর এ ধরনের পরোক্ষ করের বোঝা চাপিয়ে দেয়া জুলাই-আগষ্ট ২০২৪ এর ঐতিহাসিক গনঅভ‍্যুত্থানের পরিপন্থী। একই সময়ে টিসিবির ট্রাকে পরিচালিত নিম্ন আয়ের মানুষের জন‍্য কমদামে পণ‍্য বিক্রি বন্ধ করবার সিদ্ধান্তকেও আত্মঘাতি বলে মনে করে এবি পার্টি। আজ ভ্যাট বৃদ্ধি ও শুল্ক ব্যবস্থাপনা নিয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বক্তব্য রাখেন এবি পার্টির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। উপস্থিত ছিলেন এবি পার্টির সাবেক আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহকারী সদস্য সচিব ।

বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি মনে করে জনগনকে কষ্ট দিয়ে বাজেটের ঘাটতি মেটানো আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ, এর ঋণ পাবার জন‍্য সরকারের ব‍্যয় সংকোচন করা বেশী জরুরী। এক্ষেত্রে সরকারের সাইজ কমানো, প্রজাতন্ত্রের কর্মচারীদের বিলাসী সুযোগ সুবিধা কর্তন, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল বা কমানোর উদ্যোগ নেয়া দরকার। পাশাপাশি রাষ্ট্রকে তার বাৎসরিক খরচ মেটানোর জন‍্য শুধুমাত্র প্রত‍্যক্ষ করের ওপর জোড় দেবার তাগিদ দেন এবি পার্টির নেতৃবৃন্দ। সেক্ষেত্রে রাষ্ট্রের আয় বাড়ানোর জন্য প্রত‍্যক্ষ‍ করের ক্ষেত্র ও পরিধি বাড়ানো জরুরী।
তিনি আরও বলেন, আওয়ামী ফ‍্যাসিবাদীদের আমলে লুটেরা ও ডিজিটাল মডেলের যে অকার্যকর অর্থনীতি নির্মান করা হয়েছে, তা শুধুমাত্র দুর্নীতিকে উৎসাহিত করেছে, মূল্যস্ফীতি বাড়িয়েছে, প্রবৃদ্ধির মিথ‍্যা ছেলে ভুলানো গল্প তৈরী করেছে যেখানে কর্মসংস্থান তৈরী হয়নি, বেকারত্ব বেড়েই চলেছে। তাই হাসিনা আমলের তথ‍্য-উপাত্ত সংশোধন করে আমাদের মাথাপিছু আয়, বার্ষিক দেশজ আয় ও প্রবৃদ্ধির হার, আমদানি-রপ্তানী, ঋণের আসল পরিমান জাতির সামনে তুলে ধরা দরকার। একই সাথে অসত‍্য ও মিথ্যাচারের ওপর ভিত্তি করে জোড় করে দেশকে মধ্যম আয়ের দেশ বানাবার চেষ্টা হিতে বিপরীত হবে।

এমতাবস্থায়, আমরা মনে করি যে ক্রমান্বয়ে কমিয়ে ভ‍্যাট ব‍্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করে আয়-উপার্জন-মুনাফা ভিত্তিক একক প্রত‍্যক্ষ কর নীতিমালা ও ব‍্যবস্থাপনা তৈরী করা দরকার। কম সামর্থ্যের নাগরিকদের ভোগান্তি কে পুঁজি করে বাজেট বাস্তবায়ন করবার আয়োজন সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের সমাজ কায়েমের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

ভ্যাট বাতিলের দাবি জানিয়ে এবি পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামীলীগের লুটেরাদের মতো আচরণ আপনারা দেশের গরীব মানুষের সাথে করবেন না। যেভাবে দিনকে দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে তার উপর আবার নতুন করে ভ্যাট আরোপ করা হচ্ছে তাতে জনগণের জীবন দূর্বিষহ হয়ে উঠবে।
আমরা আওয়ামীলীগকেও বলেছি লুটপাট বন্ধ করেন, জনগণের জীবন সহজ করেন নইলে এই লুটপাটতন্ত্র ধ্বসে পরবে। আপনাদেরকেও সাবধান করছি, গরীব মানুষ মোড়ে মোড়ে এখন গাড়ির দরজায় টোকা দিচ্ছে। বেশী ক্ষতিগ্রস্থ করলে তারা কলার ধরে গাড়ি কেড়ে নেবে। দয়া করে জনগণের জীবন যাত্রা সহজ করার উপায় বের করুন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, দক্ষিণের সাংগঠিন সম্পাদক আব্দুল হালিম নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন মাহমুদ, আমেনা বেগম, নারী নত্রী হাজরা মেহজাবিন, যুবনেতা শিবলু, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

TikTok

জরুরি হটলাইন